পরিকাঠামোহীন ইউনিট, চাপানউতোর দুই দফতরে

ডায়মণ্ড হারবার মহকুমা হাসপাতালে সিক নিউবর্ন কেয়ার ইউনিট খোলার পর চাপানউতোর শুরু হল স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্যদফতরের মধ্যে। অভিযোগ, স্থানীয় বিধায়ক, পৌরসভার চেয়ারম্যান কাউকে কিছু না জানিয়েই উদ্বোধন করা হয় পনেরো শয্যার এই ইউনিটের। এমনকী, সাংবাদিকদেরও জানানো হয়নি বিষয়টি।

Updated By: Feb 26, 2012, 04:54 PM IST

ডায়মণ্ড হারবার মহকুমা হাসপাতালে সিক নিউবর্ন কেয়ার ইউনিট খোলার পর চাপানউতোর শুরু হল স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্যদফতরের মধ্যে। অভিযোগ, স্থানীয় বিধায়ক, পৌরসভার চেয়ারম্যান কাউকে কিছু না জানিয়েই উদ্বোধন করা হয় পনেরো শয্যার এই ইউনিটের। এমনকী, সাংবাদিকদেরও জানানো হয়নি বিষয়টি। জেলার স্বাস্থ্য কর্মাধ্যক্ষকেও শুধুমাত্র ফোনে বিষয়টি জানানো হয়। বিভাগটির উদ্বোধন করেন স্বাস্থ্য দফতরের জয়েন্ট সেক্রেটারি রশ্মি কমল। উপস্থিত ছিলেন জেলার মুখ্যস্বাস্থ্য আধিকারিক শিখা অধিকারীও। উপযুক্ত পরিকাঠামো ছাড়াই বিভাগটি খোলা হয়েছে বলে অভিযোগ উঠেছে।  

.