সাংবাদিক নিগ্রহে অভিযুক্ত শিবু যাদব এখনও অধরা

বারাকপুরে চব্বিশ ঘণ্টার সাংবাদিক বরুণ সেনগুপ্তকে পুড়িয়ে মারার চেষ্টার ঘটনায় অভিযুক্ত শিবু যাদব এখনও অধরা। তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের খবর করতে গিয়ে দুষ্কৃতীদের রোষের শিকার হন চব্বিশ ঘন্টার সাংবাদিক বরুণ সেনগুপ্ত ও এবিপি আনন্দের সাংবাদিক আস্তিক চট্টোপাধ্যায়। বরুণ সেনগুপ্তর শরীরে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারার চেষ্টা করে দুষ্কৃতীরা। গুরতর জখম অবস্থায় ওই দুই সাংবাদিকদে হাসপাতালে ভর্তি করা হয়। 

Updated By: Jun 10, 2013, 09:35 PM IST

বারাকপুরে চব্বিশ ঘণ্টার সাংবাদিক বরুণ সেনগুপ্তকে পুড়িয়ে মারার চেষ্টার ঘটনায় অভিযুক্ত শিবু যাদব এখনও অধরা। তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের খবর করতে গিয়ে দুষ্কৃতীদের রোষের শিকার হন চব্বিশ ঘন্টার সাংবাদিক বরুণ সেনগুপ্ত ও এবিপি আনন্দের সাংবাদিক আস্তিক চট্টোপাধ্যায়। বরুণ সেনগুপ্তর শরীরে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারার চেষ্টা করে দুষ্কৃতীরা। গুরতর জখম অবস্থায় ওই দুই সাংবাদিকদে হাসপাতালে ভর্তি করা হয়। 
এখন বরুণ সেনগুপ্ত ও আস্তিক চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। বরুণকে, ভারি কিছু দিয়ে পায়ে, পিঠে এবং হাতে আঘাত করায় পেশীর নিচে রক্ত জমে রয়েছে। সেই কারণে অসহ্য যন্ত্রনায় কাতর বরুণ। চিকিত্সকরা জানিয়েছেন আঘাত বেশি হওয়ায় যন্ত্রনা এখনও দু-তিনদিন থাকবে। এবিপি আনন্দের প্রতিনিধি আহত আস্তিক চট্টোপাধ্যায়ের সিটি স্ক্যান করা হয়েছে।

.