হতাশায় সিঙ্গুর, জমি ফেরত নিয়ে বাড়ছে সংশয়

ফের হতাশা সিঙ্গুর জুড়ে। সংশয় বাড়ছে জমি ফিরে পাওয়া নিয়ে। সুপ্রিম কোর্টে টাটারা জানিয়ে দিয়েছে, সিঙ্গুরের জমি ফিরিয়ে দিতে নারাজ তাঁরা। সিঙ্গুরে শিল্প হোক, চাইছেন জমিদাতারা। শিল্পের পক্ষে সওয়াল করছেন অনিচ্ছুক জমিদাতাদেরও একাংশ। কিন্তু সিঙ্গুর নিয়ে শেষপর্যন্ত কী রায় দেবে শীর্ষ আদালত? আইনি জটিলতার মাঝে পড়ে বিশ বাঁও জলে সিঙ্গুরের ভবিষ্যত।

Updated By: Nov 13, 2013, 08:58 PM IST

ফের হতাশা সিঙ্গুর জুড়ে। সংশয় বাড়ছে জমি ফিরে পাওয়া নিয়ে। সুপ্রিম কোর্টে টাটারা জানিয়ে দিয়েছে, সিঙ্গুরের জমি ফিরিয়ে দিতে নারাজ তাঁরা। সিঙ্গুরে শিল্প হোক, চাইছেন জমিদাতারা। শিল্পের পক্ষে সওয়াল করছেন অনিচ্ছুক জমিদাতাদেরও একাংশ। কিন্তু সিঙ্গুর নিয়ে শেষপর্যন্ত কী রায় দেবে শীর্ষ আদালত? আইনি জটিলতার মাঝে পড়ে বিশ বাঁও জলে সিঙ্গুরের ভবিষ্যত।
টাটাদের ঘোষণার পরেই ফের বদলে গিয়েছে সিঙ্গুরের চিত্রনাট্য। জমি বাঁচাও আন্দোলনের নেতাদের কেউ কেউ যদিও এখনও লড়াই চালিয়ে যাওয়ার পক্ষে।
তবে যত দিন যাচ্ছে ততই কমছে আন্দোলনকারীদের সংখ্যা। গাঢ় হচ্ছে হতাশার কালো মেঘ।
সুপ্রিম কোর্টে টাটাদের ঘোষণা শুনে খুশি সিঙ্গুরের ইচ্ছুক জমিদাতারা। কারণ তাঁরা চান  সিঙ্গুরের জমিতে কারখানাই হোক।

.