সোমবার সুপ্রিম কোর্টে সিঙ্গুর শুনানি

সুপ্রিম কোর্টে বহু বিতর্কিত সিঙ্গুর মামলার শুনানি হবে আগামী সোমবার। কলকাতা হাইকোর্ট সিঙ্গুর আইনকে অসাংবিধানিক আখ্যা দেওয়ার পর, সুপ্রিম কোর্টে আপিল করেছিল রাজ্য সরকার। সেই আবেদনের ভিত্তিতেই সিঙ্গুর নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করবে টাটারা। এর পাশাপাশি, কোন পরিস্থিতিতে টাটারা রাজ্য ছেড়েছিল, সুপ্রিম কোর্টে সেই যুক্তিও পেশ করতে পারেন টাটাগোষ্ঠীর আইনজীবী।

Updated By: Nov 30, 2012, 01:57 PM IST

সুপ্রিম কোর্টে বহু বিতর্কিত সিঙ্গুর মামলার শুনানি হবে আগামী সোমবার। কলকাতা হাইকোর্ট সিঙ্গুর আইনকে অসাংবিধানিক আখ্যা দেওয়ার পর, সুপ্রিম কোর্টে আপিল করেছিল রাজ্য সরকার। সেই আবেদনের ভিত্তিতেই সিঙ্গুর নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করবে টাটারা। এর পাশাপাশি, কোন পরিস্থিতিতে টাটারা রাজ্য ছেড়েছিল, সুপ্রিম কোর্টে সেই যুক্তিও পেশ করতে পারেন টাটাগোষ্ঠীর আইনজীবী।
প্রসঙ্গত, সিঙ্গুর আর নন্দীগ্রাম ইস্যুকে কেন্দ্র করেই এ রাজ্যে রাজনৈতিক পটভূমির পরিবর্তন হয়েছিল। ক্ষমতায় আসার পর তৃণমূল সরকারের যে সিঙ্গুর আইন প্রণয়ন করে হাইকোর্ট তাকে অসাংবিধানিক আখ্যা দেওয়ায় ব্যাকফুটে চলে যায় রাজ্য সরকার।
এদিকে সিঙ্গুরের অনিচ্ছুক চাষীরাও বহু দিন পর সরকারের বিরুদ্ধে এখন ক্ষোভ প্রকাশ করছেন। যে সিঙ্গুরের জমি আন্দোলন কে কেন্দ্র করে মমতা সরকারের জন সমর্থনের ভিত্তি তৈরি হয়েছিল, জমি ফেরত দিতে না পারায় তাও এখন প্রশ্নের মুখে। এ রকম পরিস্থিতিতে সোমবার সুপ্রিম কোর্টের রায়ের দিকে তাকিয়ে থাকবে সিঙ্গুর সহ গোটা দেশ।

.