অবশেষে সিঙ্গুরে জমি হাতে পেতে চলেছেন কৃষকরা

অবশেষে সিঙ্গুরে জমি হাতে পেতে চলেছেন কৃষকরা। ইতিমধ্যেই বহু কৃষক জমির পরচা পেয়ে গেছেন। কিন্তু জমির দখল না পাওয়ায় সেখানে ঢুকতে পারেননি তারা। জেলা প্রশাসনের সিদ্ধান্ত আগামিকাল বা পরশু থেকে জমির দখল দেওয়ার কাজ শুরু হবে। যারা পরচা পেয়ে গেছেন, তাদের জমি বুঝিয়ে দেবে ভূমি দফতর। একই সঙ্গে সিঙ্গুরে চলবে কারখানার শেড ভাঙা কাজও। গতকালই শেড ভাঙা শুরু হয়েছে। সেই কাজ আরও গতি পেয়েছে আজ। টাটার মূল কারাখানায় মোট পাঁচটি শেড আছে। একাধিক ঠিকাদার সংস্থা এই শেড ভাঙা কাজ করছে।

Updated By: Sep 20, 2016, 04:08 PM IST
অবশেষে সিঙ্গুরে জমি হাতে পেতে চলেছেন কৃষকরা

ওয়েব ডেস্ক: অবশেষে সিঙ্গুরে জমি হাতে পেতে চলেছেন কৃষকরা। ইতিমধ্যেই বহু কৃষক জমির পরচা পেয়ে গেছেন। কিন্তু জমির দখল না পাওয়ায় সেখানে ঢুকতে পারেননি তারা। জেলা প্রশাসনের সিদ্ধান্ত আগামিকাল বা পরশু থেকে জমির দখল দেওয়ার কাজ শুরু হবে। যারা পরচা পেয়ে গেছেন, তাদের জমি বুঝিয়ে দেবে ভূমি দফতর। একই সঙ্গে সিঙ্গুরে চলবে কারখানার শেড ভাঙা কাজও। গতকালই শেড ভাঙা শুরু হয়েছে। সেই কাজ আরও গতি পেয়েছে আজ। টাটার মূল কারাখানায় মোট পাঁচটি শেড আছে। একাধিক ঠিকাদার সংস্থা এই শেড ভাঙা কাজ করছে।

আরও পড়ুন যে তিন নেতাদের কারণে সবথেকে বেশি মানুষ মারা যাচ্ছে রোজ

আরও পড়ুন তোলাবাজি এবং শ্লীলতাহানির মামলায় আদালতের তোপের মুখে উত্তর ২৪ পরগনার পুলিস সুপার

.