পুরভোট কাজিয়া: পুরমাতার বিরুদ্ধে নির্দল হয়ে লড়বেন তৃণমূলেরই রাজ্যকমিটির সদস্য

রাজপুর -সোনারপুর  পুরসভায় শাসকদলের গোষ্ঠীকোন্দল এয়ার প্রকাশ্যে। মঙ্গলবার ৩৫ টি ওয়ার্ডে প্রার্থী তালিকা প্রকাশ করে তৃণমূল কংগ্রেস। ১৫ বছর ধরে সংরক্ষিত থাকার পর ৯ নম্বর ওয়ার্ডটি সাধারণ হয়েছে।  প্রার্থীতালিকা অনুযায়ী ওই ওয়ার্ডে প্রার্থী হয়েছে গত দুবারের পুরমাতা নমিতা দাস। কিন্তু নমিতা দাসের বিরুদ্ধে দুর্নীতি, অনুন্নয়নসহ একাধিক অভিযোগ এনে নির্দল প্রতীকে ভোটে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূলের রাজ্যকমিটির সদস্য তথা এলাকার দাপুটে নেতা হেমন্ত বসু।  ইতিমধ্যেই মা মাটি মানুষের প্রতিনিধির তকমা নিয়ে নির্দল প্রতীক নিয়েই দেওয়াল লিখন, পোস্টার, ফেস্টুনসহ জোর কদমে প্রচারে নেমে পড়েছেন তিনি। যদিও দলীয় প্রার্থী নমিতা দাস হেমন্ত বসুর অভিযোগকে আমল দিতে নারাজ। উল্টে হেমন্ত বসু ও তাঁর অনুগামীদের কাজকর্ম নিয়েই প্রশ্ন তুলেছেন তিনি। সব মিলিয়ে পুরভোটের আগেই জমে উঠেছে রাজপুর-সোনারপুর পুরসভায় নয় নম্বর ওয়ার্ডে প্রার্থী তালিকা নিয়ে তৃণমূলের কাজিয়া।

Updated By: Mar 20, 2015, 08:30 PM IST
পুরভোট কাজিয়া: পুরমাতার বিরুদ্ধে নির্দল হয়ে লড়বেন তৃণমূলেরই রাজ্যকমিটির সদস্য

ওয়েব ডেস্ক: রাজপুর -সোনারপুর  পুরসভায় শাসকদলের গোষ্ঠীকোন্দল এয়ার প্রকাশ্যে। মঙ্গলবার ৩৫ টি ওয়ার্ডে প্রার্থী তালিকা প্রকাশ করে তৃণমূল কংগ্রেস। ১৫ বছর ধরে সংরক্ষিত থাকার পর ৯ নম্বর ওয়ার্ডটি সাধারণ হয়েছে।  প্রার্থীতালিকা অনুযায়ী ওই ওয়ার্ডে প্রার্থী হয়েছে গত দুবারের পুরমাতা নমিতা দাস। কিন্তু নমিতা দাসের বিরুদ্ধে দুর্নীতি, অনুন্নয়নসহ একাধিক অভিযোগ এনে নির্দল প্রতীকে ভোটে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূলের রাজ্যকমিটির সদস্য তথা এলাকার দাপুটে নেতা হেমন্ত বসু।  ইতিমধ্যেই মা মাটি মানুষের প্রতিনিধির তকমা নিয়ে নির্দল প্রতীক নিয়েই দেওয়াল লিখন, পোস্টার, ফেস্টুনসহ জোর কদমে প্রচারে নেমে পড়েছেন তিনি। যদিও দলীয় প্রার্থী নমিতা দাস হেমন্ত বসুর অভিযোগকে আমল দিতে নারাজ। উল্টে হেমন্ত বসু ও তাঁর অনুগামীদের কাজকর্ম নিয়েই প্রশ্ন তুলেছেন তিনি। সব মিলিয়ে পুরভোটের আগেই জমে উঠেছে রাজপুর-সোনারপুর পুরসভায় নয় নম্বর ওয়ার্ডে প্রার্থী তালিকা নিয়ে তৃণমূলের কাজিয়া।

 

.