সৌরভ খুনের প্রতিবাদ- চলছে ১২ ঘণ্টার বনধ, থমথমে এলাকা

সৌরভ খুনের প্রতিবাদ- চলছে ১২ ঘণ্টার বনধ, থমথমে এলাকা

Updated By: Jul 6, 2014, 07:00 PM IST

সৌরভ খুনের প্রতিবাদে আজ বিজেপি ও এসইউসিআইয়ের ডাকে বামনগাছি এলাকায় বারো ঘণ্টার বনধ পালিত হচ্ছে । সৌরভ চৌধুরীর বাড়িতে যান পিসি সরকার সহ স্থানীয় বিজেপি নেতারা। অন্যদিকে আজ মৃতের পরিবারের সঙ্গে দেখা করেন এপিডিআরএর পাঁচজন সদস্য। গিয়েছিলেন সুটিয়া প্রতিবাদী মঞ্চের সদস্যরাও।

ময়নাতদন্তের রিপোর্ট তাঁদের জানাতে হবে। এই দাবিতে ফরেনসিক বিশেষজ্ঞের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখালেন বামনগাছিতে নিহত সৌরভ চৌধুরীর পরিবারের লোকজন। ফরেনসিক বিশেষজ্ঞের ঘরে ঢুকেও বিক্ষোভ দেখান তাঁরা। পরে পুলিস এসে তাঁকে উদ্ধার করে।

বরুণ বিশ্বাস, তপন দত্তের পর এবার দত্তপুকুরের সৌরভ চৌধুরী। পাড়ায় অসামাজিক কাজকর্মের প্রতিবাদ করায় দুষ্কৃতীদের টার্গেট হয়ে উঠেছিলেন। তার জেরেই নৃশংসভাবে খুন হতে হল বিরাটি কলেজের এই দ্বিতীয় বর্ষের ছাত্রকে। রেল লাইনের ধার থেকে উদ্ধার হল খণ্ডবিখণ্ড দেহ।

প্রতিবাদীর মৃত্যু.... এ রাজ্যে নতুন নয়।

সৌরভ চৌধুরীর হত্যা উস্কে দিচ্ছে বরুণ বিশ্বাসের স্মৃতি। ঠিক দুবছর আগে গোবরডাঙা স্টেশনে বরুণকে ঝাঁঝরা করে দেয় আততায়ীর গুলি। কী ছিল তাঁর অপরাধ? শুটিয়ায় দুষ্কৃতীরাজের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন মিত্র ইনস্টিটিউশনের এই শিক্ষক। গণধর্ষণ সহ মহিলাদের বিরুদ্ধে একাধিক অপরাধের বিরুদ্ধে গড়ে তুলেছিলেন প্রতিবাদী মঞ্চ।শোধ নিয়েছিলেন অন্ধকার জগতও। গোবরডাঙা স্টেশনের সেই হত্যাকাণ্ডের দুবছর কেটে গেলেও শাস্তি হয়নি বরুণের আততাতীদের।

শুটিয়ার বরুণ বিশ্বাসের পর দত্তপুকুরের সৌরভ চৌধুরী। অসামাজিক কাজকর্মের প্রতিবাদ করতে গিয়ে প্রাণ গেল আরও এক যুবকের। সৌরভ বিরাটি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। স্থানীয় দুষ্কৃতী শ্যামল সেন কর্মকার তাঁকে খুন করেছে বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, এলাকায় বেআইনি মদের ঠেক ভাঙা নিয়েই শ্যামলের সঙ্গে বিরোধ তৈরি হয়েছিল সৌরভের। শ্যামলের নানা অসামাজিক কাজেরও প্রতিবাদ করেছিল সৌরভ। সেকারণেই শুক্রবার রাতে তুলে নিয়ে গিয়ে খুন করা হয় সৌরভকে। শনিবার সকালে তাঁর খণ্ডখণ্ড দেহ উদ্ধার হয় দত্তপুকুর ও বামনগাছির মাঝে রেললাইনের ধার থেকে। প্রতিবাদে রেল অবরোধ করেন এলাকাবাসী। পরে বামনগাছি মোড়ে তাঁরা বিক্ষোভ দেখালে পুলিসের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের সরিয়ে দেয় পুলিস। এলাকাবাসীর অভিযোগ শাসকদলের ছত্রছায়ায় থাকাতেই বারবার অভিযোগ সত্ত্বেও শ্যামল সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি পুলিস।
-------
৫ জুলাই। দুহাজার বারো। দুবছর আগে ঠিক এই দিনেই গোবরডাঙা স্টেশনে নেমেছিলেন সুটিয়ার বরুণ বিশ্বাস। দুষ্কৃতীদের তিনটে বুলেট নিথর করে দিয়েছিল তাঁর দেহ।
---
দুবছর পর ঠিক একই দিনে দত্তপুকুর ও বামনগাছির মাঝে রেললাইন থেকে উদ্ধার হল আরেক প্রতিবাদী যুবকের ছিন্নভিন্ন দেহ।
---
শুটিয়ার বরুণ বিশ্বাসের পর দত্তপুকুরের সৌরভ চৌধুরী। অসামাজিক কাজকর্মের প্রতিবাদ করতে গিয়ে প্রাণ গেল আরও এক যুবকের। সৌরভ বিরাটি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। স্থানীয় দুষ্কৃতী শ্যামল সেন কর্মকার তাঁকে খুন করেছে বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, এলাকায় বেআইনি মদের ঠেক ভাঙা নিয়েই শ্যামলের সঙ্গে বিরোধ তৈরি হয়েছিল সৌরভের। শ্যামলের নানা অসামাজিক কাজেরও প্রতিবাদ করেছিল সৌরভ। সেকারণেই শুক্রবার রাতে তুলে নিয়ে গিয়ে খুন করা হয় সৌরভকে। শনিবার সকালে তাঁর খণ্ডখণ্ড দেহ উদ্ধার হয় দত্তপুকুর ও বামনগাছির মাঝে রেললাইনের ধার থেকে। প্রতিবাদে রেল অবরোধ করেন এলাকাবাসী। পরে বামনগাছি মোড়ে তাঁরা বিক্ষোভ দেখালে পুলিসের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের সরিয়ে দেয় পুলিস। এলাকাবাসীর অভিযোগ শাসকদলের ছত্রছায়ায় থাকাতেই বারবার অভিযোগ সত্ত্বেও শ্যামল সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি পুলিস।

.