বৃহত্তর বাম মঞ্চে পুরোপুরি যোগ দিচ্ছে না এসইউসিআই

বৃহত্তর বাম মঞ্চকে সমর্থন করলেও, এখনই সেই মঞ্চে পুরোপুরি যোগ দিচ্ছে না এসইউসিআই। প্রকাশ কারাটের সঙ্গে বৈঠকের পর একথাই জানিয়েছেন এসইউসিআই রাজ্য সম্পাদক প্রভাস ঘোষ। তবে ইস্যুভিত্তিকভাবে বামমোর্চার সঙ্গে আন্দোলনে রাজি তারা।

Updated By: Oct 16, 2014, 06:46 PM IST

ওয়েব ডেস্ক: বৃহত্তর বাম মঞ্চকে সমর্থন করলেও, এখনই সেই মঞ্চে পুরোপুরি যোগ দিচ্ছে না এসইউসিআই। প্রকাশ কারাটের সঙ্গে বৈঠকের পর একথাই জানিয়েছেন এসইউসিআই রাজ্য সম্পাদক প্রভাস ঘোষ। তবে ইস্যুভিত্তিকভাবে বামমোর্চার সঙ্গে আন্দোলনে রাজি তারা।

দেশজুড়ে মোদীর নেতৃত্বে গেরুয়া ঝড় আটকাতে দেশের বামদলগুলিকে একমঞ্চে আনার উদ্যোগ নিচ্ছে সিপিআইএম। এটাই  সিপিআইএমের নতুন কৌশলগত লাইন। এসইউসিআইকে কাছে টানার চেষ্টা করছে সিপিআইএম।

নীতিগতভাবে বৃহত্তর বাম মঞ্চে সামিল হতে আপত্তি নেই এসইউসিআইয়ের। কিন্তু দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গ ও কেরালায় টানা সিপিআইএম বিরোধিতা করার পর এখনই আনুষ্ঠানিকভাবে মঞ্চে যোগ দিতে নারাজ এসইউসিআই। তাতে দলের মধ্যে ক্ষোভ বাড়ার সম্ভাবনা রয়েছে।

.