ইভটিজিংয়ের প্রতিবাদ করায় তরুণীকে শ্লীলতাহানি, মারধর

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় তরুণীকে শ্লীলতাহানি, মারধর। অভিযোগ উত্তর চব্বিশ পরগনার শাসনের তেঘড়িয়ায়। রবিবার সন্ধ্যায় ডাক্তারখানা থেকে ফিরছিলেন ওই তরুণী। সে সময় তাঁকে কটূক্তি করে এলাকার দুই যুবক। তরুণী প্রতিবাদ করেন। অভিযোগ, এরপরই তরুণীর ওপর চড়াও হয় ওই দুজন। তাঁকে বেধড়ক মারধরও করা হয়। তরুণীকে সাইকেলে করে তুলে নিয়ে যাওয়ারও চেষ্টা করা হয় বলে অভিযোগ। তরুণীর চিত্‍কারে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তরুণীকে উদ্ধার করে বারাসত হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। সব অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। তবে, এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি।

Updated By: Dec 28, 2015, 09:11 AM IST
 ইভটিজিংয়ের প্রতিবাদ করায় তরুণীকে শ্লীলতাহানি, মারধর

ওয়েব ডেস্ক: ইভটিজিংয়ের প্রতিবাদ করায় তরুণীকে শ্লীলতাহানি, মারধর। অভিযোগ উত্তর চব্বিশ পরগনার শাসনের তেঘড়িয়ায়। রবিবার সন্ধ্যায় ডাক্তারখানা থেকে ফিরছিলেন ওই তরুণী। সে সময় তাঁকে কটূক্তি করে এলাকার দুই যুবক। তরুণী প্রতিবাদ করেন। অভিযোগ, এরপরই তরুণীর ওপর চড়াও হয় ওই দুজন। তাঁকে বেধড়ক মারধরও করা হয়। তরুণীকে সাইকেলে করে তুলে নিয়ে যাওয়ারও চেষ্টা করা হয় বলে অভিযোগ। তরুণীর চিত্‍কারে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তরুণীকে উদ্ধার করে বারাসত হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। সব অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। তবে, এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি।

.