বন্যার জেরে বাড়ি ভেঙে মাত্র তিন বছরের এক শিশুর মৃত্যু

সারা রাজ্যের বেশ কয়েকটি জেলাতেই বন্যা পরিস্থিতি । প্রায় সব জায়গা থেকেই আসছে দুঃসংবাদ। এরই মাঝে এই খবরটা মর্মান্তিক। বন্যার জেরে বাড়ি ভেঙে মাত্র তিন বছরের এক শিশুর মৃত্যু হল। ঘটনাটি ঘটেছে মালদহের মানিকচকের জোতপাট্টায়। মানিকচক ও ধরমপুর গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকাই এই মুহূর্তে জলের তলায় রয়েছে।

Updated By: Aug 26, 2016, 12:11 PM IST
বন্যার জেরে বাড়ি ভেঙে মাত্র তিন বছরের এক শিশুর মৃত্যু

ওয়েব ডেস্ক: সারা রাজ্যের বেশ কয়েকটি জেলাতেই বন্যা পরিস্থিতি । প্রায় সব জায়গা থেকেই আসছে দুঃসংবাদ। এরই মাঝে এই খবরটা মর্মান্তিক। বন্যার জেরে বাড়ি ভেঙে মাত্র তিন বছরের এক শিশুর মৃত্যু হল। ঘটনাটি ঘটেছে মালদহের মানিকচকের জোতপাট্টায়। মানিকচক ও ধরমপুর গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকাই এই মুহূর্তে জলের তলায় রয়েছে।

আরও পড়ুন উয়েফার বিচারে ইউরোপের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

গত দুদিনে বন্যা পরিস্থিতিরও অবনতি হয়েছে বেশ খানিকটা । গতকাল রাতে বাবা প্রসন্ন মণ্ডল ও মা জল্পনা মণ্ডলের সঙ্গে ঘুমোচ্ছিল তিন বছরের ছোট্ট ওম। আজ ভোর রাতে বাঁশ ও টিনের বাড়িটি ভেঙে পড়ে। মারা যায় ওম।

আরও পড়ুন  স্করপিন ডুবোজাহাজের নকশা সংক্রান্ত আরেক দফা গোপন নথি প্রকাশ!

.