নেতাকে ছাড়াতে থানায় তৃণমূলের বিক্ষোভ

গোষ্ঠী সংঘর্ষের ঘটনায় গ্রেফতার দলীয় নেতাকে মুক্তির দাবিতে শুক্রবার কেশপুর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাল স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। গত ৪ এপ্রিল কেশপুরে তৃণমূল কংগ্রেসের দুটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়। ওই ঘটনায় শুক্রবার সকালে মহম্মদ আজিবুল হক নামে এক তৃণমূল নেতাকে গ্রেফতার করে পুলিস।

Updated By: Apr 6, 2012, 08:03 PM IST

গোষ্ঠী সংঘর্ষের ঘটনায় গ্রেফতার দলীয় নেতাকে মুক্তির দাবিতে শুক্রবার কেশপুর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাল স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। গত ৪ এপ্রিল কেশপুরে তৃণমূল কংগ্রেসের দুটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়। ওই ঘটনায় শুক্রবার সকালে মহম্মদ আজিবুল হক নামে এক তৃণমূল নেতাকে গ্রেফতার করে পুলিস। তারপরই আজিবুল হকের মুক্তির দাবিতে থানায় চড়াও হন তৃণমূল কর্মী সমর্থকরা। মহিলা ও শিশুদের থানার সামনে রাস্তায় বসিয়ে অবরোধ করা হয়। তৃণমূল কংগ্রেসের কেশপুর ব্লক সভাপতি আশিস প্রামাণিক ঘটনাস্থলে পৌঁছলে তৃণমূল কর্মী সমর্থকরা তাঁকে মারধর করেন। আশিস প্রামাণিকের গাড়িতেও ভাঙচুর চালানো হয়।

Tags:
.