সেনা প্রত্যাহারের দাবিতে সেনাছাউনির বাইরে বিক্ষোভ তৃণমূলের

টোল প্লাজা থেকে সেনা প্রত্যাহার করতে হবে। এই দাবি নিয়ে সেনা ছাউনির বাইরে বিক্ষোভ দেখাল তৃণমূল কংগ্রেস। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির বিন্নাগুড়িতে।

Updated By: Dec 2, 2016, 07:15 PM IST
সেনা প্রত্যাহারের দাবিতে সেনাছাউনির বাইরে বিক্ষোভ তৃণমূলের

ওয়েব ডেস্ক : টোল প্লাজা থেকে সেনা প্রত্যাহার করতে হবে। এই দাবি নিয়ে সেনা ছাউনির বাইরে বিক্ষোভ দেখাল তৃণমূল কংগ্রেস। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির বিন্নাগুড়িতে।

সেনা মোতায়েন নিয়ে কলকাতা, দিল্লিতে ইতিমধ্যেই সরব হয়েছে তৃণমূল। এবার জেলাতেও বিক্ষোভ। জলপাইগুড়ির তৃণমূল সভাপতি সৌরভ চক্রবর্তীর নির্দেশে বিন্নাগুড়ির সেনা ছাউনির বাইরে বিক্ষোভ দেখান শ' দুয়েক তৃণমূল কর্মী। নেতৃত্বে ছিলেন সীমা চৌধুরী।

অন্যদিকে, কলকাতায় রাজভবনের সামনে ধরনায় বসেন তৃণমূলের বিধায়করা। যদিও সেনার তরফে বার বারই এঘটনাকে রুটিন বলে জানানো হয়। এর পিছনে কোনও 'উদ্দেশ্য' নেই বলে জানানো হয় কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের তরফেও।

আরও পড়ুন, রাজ্যে সেনা সমীক্ষা, প্রতিবাদে রাজভবনের সামনে তৃণমূল বিধায়কদের ধরনা

.