ভোটের আগে উত্তপ্ত খেজুরি, তৃণমূল কর্মী খুনে অভিযুক্ত সিপিএম

Updated By: Apr 14, 2016, 10:06 PM IST
ভোটের আগে  উত্তপ্ত খেজুরি, তৃণমূল কর্মী খুনে অভিযুক্ত সিপিএম

 

ব্যুরো: ভোটের আগে  উত্তপ্ত খেজুরি। খুন হলেন তৃণমূলের এক কর্মী। এ'ঘটনায় সিপিএমের দিকে অভিযোগের আঙুল তুলেছে তৃণমূল। ধৃত দু জনই সিপিএম কর্মী বলে দাবি শাসক দলের। যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছে সিপিএম।

একেবারে শেষ দফায়, পাঁচই মে ভোট খেজুরিতে। তার আগেই অশান্তি। খেজুরির আলিপুরে খুন হলেন পীযূষ প্রামানিক নামে তৃণমূলের এক কর্মী। বুধবার রাতে  বাজারে একটি অনুষ্ঠান দেখতে যান পীষূষ। কিন্তু এরপর আর বাড়ি ফেরেননি।

বাজারের কাছে রাস্তার ধারে তাঁর রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখা যায়। খেজুরি গ্রামীণ হাসপাতালে ভর্তি করার কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় ওই তৃণমূল কর্মীর।

পীযূষ যেখানে পড়েছিলেন, তার পাশেই পড়েছিলেন আরও দু জন। হাতে ধরা ছিল লাঠি। দুজনই মদ্যপ অবস্থায় ছিলেন। তাদের পুলিসের হাতে তুলে দেন স্থানীয়রাই। পীযূষ প্রামাণিকের পাশে লাঠি সমেত যাদের পাওয়া যায়, তারা সিপিএমেরই কর্মী, দাবি স্থানীয় তৃণমূল নেতাদের। অভিযোগ অস্বীকার সিপিএমের। খুন নিয়ে দোষারোপের এই চাপানউতোরে, খেজুরিতে চড়ছে উত্তেজনার পারদ।  

.