তৃণমূল ছাত্র পরিষদের জুলুমে তালা গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে

গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে তালা ঝুলিয়ে দিল তৃণমূল ছাত্র পরিষদ। আজ সকালে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয়। টিএমসিপি-র অভিযোগ, দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ে অনুপস্থিত উপাচার্য, সঠিক সময়ে ফল প্রকাশ করা হয়না। এছাড়াও, বিশ্ববিদ্যালয়ের পরিচালনায় আরও বেনিয়মের অভিযোগ রয়েছে। প্রতিবাদে বিশ্ববিদ্যালয় চত্বরে আন্দোলন শুরু করে টিএমসিপি। আজ সকালে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয়।

Updated By: Jul 26, 2013, 05:31 PM IST

গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে তালা ঝুলিয়ে দিল তৃণমূল ছাত্র পরিষদ। আজ সকালে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয়। টিএমসিপি-র অভিযোগ, দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ে অনুপস্থিত উপাচার্য, সঠিক সময়ে ফল প্রকাশ করা হয়না। এছাড়াও, বিশ্ববিদ্যালয়ের পরিচালনায় আরও বেনিয়মের অভিযোগ রয়েছে। প্রতিবাদে বিশ্ববিদ্যালয় চত্বরে আন্দোলন শুরু করে টিএমসিপি। আজ সকালে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয়।
গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে তালা ঝুলিয়ে গর্হিত অন্যায় করেছে তৃণমূল ছাত্র পরিষদ। বিশ্ববিদ্যালয়ে অনিয়মের অভিযোগ উঠলে তা নিয়ে ব্যবস্থা নেওয়ার কথা সরকারের,  কোনও রাজনৈতিক দলের নয়। এমনই প্রতিক্রিয়া শিক্ষাবিদ অমল মুখোপাধ্যায়ের।
গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের টিএমসিপির তালা ঝোলানোর ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এমনই প্রতিক্রিয়া অধ্যাপক দেবাশিস সরকারের।

.