হাওড়ার রামরাজাতলায় ট্রান্সফরমারে আগুন

হাওড়ার রামরাজাতলায় ট্রান্সফরমারে আগুন। এর জেরে বিপর্যস্ত হয়ে পড়ল গোটা এলাকার বিদ্যুত্‍ পরিষেবা। এলাকায় গিয়ে প্রবল বিক্ষোভের মুখে পড়েন CESC কর্মীরা। আজ সকালে আচমকাই আগুন ধরে যায় ওই ট্রান্সফরমারটিতে।  প্রচন্ড শব্দে কেবল ফাটতে থাকে। ঘন, কালো ধোঁয়ায় ছেয়ে যায় গোটা চত্বর। এলাকাবাসীর অভিযোগ, ঘটনার পরই খবর দেওয়া  সত্ত্বেও, CESC কর্মীরা সেখানে পৌছয় অনেক দেরিতে। ততক্ষণে গোটা রামরাজাতলাতেই বিদ্যুত্‍ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কখন পরিস্থিতি স্বাভাবিক হবে, তা এখনও স্পষ্ট নয়।

Updated By: Sep 24, 2016, 08:55 PM IST
হাওড়ার রামরাজাতলায় ট্রান্সফরমারে আগুন

ওয়েব ডেস্ক: হাওড়ার রামরাজাতলায় ট্রান্সফরমারে আগুন। এর জেরে বিপর্যস্ত হয়ে পড়ল গোটা এলাকার বিদ্যুত্‍ পরিষেবা। এলাকায় গিয়ে প্রবল বিক্ষোভের মুখে পড়েন CESC কর্মীরা। আজ সকালে আচমকাই আগুন ধরে যায় ওই ট্রান্সফরমারটিতে।  প্রচন্ড শব্দে কেবল ফাটতে থাকে। ঘন, কালো ধোঁয়ায় ছেয়ে যায় গোটা চত্বর। এলাকাবাসীর অভিযোগ, ঘটনার পরই খবর দেওয়া  সত্ত্বেও, CESC কর্মীরা সেখানে পৌছয় অনেক দেরিতে। ততক্ষণে গোটা রামরাজাতলাতেই বিদ্যুত্‍ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কখন পরিস্থিতি স্বাভাবিক হবে, তা এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুন যে তিন নেতাদের কারণে সবথেকে বেশি মানুষ মারা যাচ্ছে রোজ

আরও পড়ুন গর্ভাবস্থায় কী করলে বাচ্চার ত্বক ভালো থাকবে জানুন

.