চার বিজেপি সমর্থককে বেধড়ক পেটানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

রাস্তা আটকে চার বিজেপি সমর্থককে বেধড়ক পেটানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তীর বোরিয়া গ্রামের ঘটনা। আহত বিজেপি সমর্থকদের রক্তাক্ত অবস্থায় প্রথমে বাসন্তী ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে ক্যানিং মহকুমা হাসপাতালে রেফার করা হয় তাঁদের। ঘটনার সূত্রপাত মঙ্গলবার। অভিযোগ, স্থানীয় তৃণমূল কর্মীরা বিজেপি করার জন্য কয়েকজন ক্ষেতমজুরকে বেধড়ক মারধর করে। বুধবার আক্রান্তরা থানায় অভিযোগ দায়ের করলে, স্থানীয় তৃণমূল নেতৃত্ব আরও ক্ষুব্ধ হয়ে ওঠে। গতকাল ক্ষেতমজুর পরিবারের লোকজন রাস্তা দিয়ে ফেরার সময়, তাঁদের মারধর করা হয় বলে অভিযোগ। হামলার মূল পাণ্ডা হিসেবে ফুলমালঞ্চ গ্রামপঞ্চায়েতের তৃণমূলের প্রধান আফতাব মোল্লার নাম উঠে এসেছে। আজ ক্যানিংয়ের SDPO-র কাছে যাবে বিজেপির প্রতিনিধি দল। স্থানীয় তৃণমূল নেতৃত্ব হামলার অভিযোগ অস্বীকার করেছে। গোসাবার তৃণমূল বিধায়ক জয়ন্ত নস্করের দাবি, পুরোটাই প্রতিবেশী ও পরিবারের ঝামেলা। এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই।

Updated By: Jan 7, 2016, 08:30 AM IST
চার বিজেপি সমর্থককে বেধড়ক পেটানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

ওয়েব ডেস্ক: রাস্তা আটকে চার বিজেপি সমর্থককে বেধড়ক পেটানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তীর বোরিয়া গ্রামের ঘটনা। আহত বিজেপি সমর্থকদের রক্তাক্ত অবস্থায় প্রথমে বাসন্তী ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে ক্যানিং মহকুমা হাসপাতালে রেফার করা হয় তাঁদের। ঘটনার সূত্রপাত মঙ্গলবার। অভিযোগ, স্থানীয় তৃণমূল কর্মীরা বিজেপি করার জন্য কয়েকজন ক্ষেতমজুরকে বেধড়ক মারধর করে। বুধবার আক্রান্তরা থানায় অভিযোগ দায়ের করলে, স্থানীয় তৃণমূল নেতৃত্ব আরও ক্ষুব্ধ হয়ে ওঠে। গতকাল ক্ষেতমজুর পরিবারের লোকজন রাস্তা দিয়ে ফেরার সময়, তাঁদের মারধর করা হয় বলে অভিযোগ। হামলার মূল পাণ্ডা হিসেবে ফুলমালঞ্চ গ্রামপঞ্চায়েতের তৃণমূলের প্রধান আফতাব মোল্লার নাম উঠে এসেছে। আজ ক্যানিংয়ের SDPO-র কাছে যাবে বিজেপির প্রতিনিধি দল। স্থানীয় তৃণমূল নেতৃত্ব হামলার অভিযোগ অস্বীকার করেছে। গোসাবার তৃণমূল বিধায়ক জয়ন্ত নস্করের দাবি, পুরোটাই প্রতিবেশী ও পরিবারের ঝামেলা। এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই।

 

.