আরাবুলের মুক্তির দাবিতে অশান্ত ভাঙড়, চলল বোমাবাজি

তৃণমূল নেতা আরাবুল ইসলামের মুক্তির দাবিতে ভাঙড়ের বিভিন্ন জায়গায় মিছিল শুরু করল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। শুক্রবার সকালেই ভাঙড়ের কাশিপুর থানার সামনে একটি মিছিল বের হয়। নেতৃত্বে ছিলেন সানপুকুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মুছা হক মোল্লা।

Updated By: Jan 18, 2013, 12:43 PM IST

তৃণমূল নেতা আরাবুল ইসলামের মুক্তির দাবিতে ভাঙড়ের বিভিন্ন জায়গায় মিছিল শুরু করল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। শুক্রবার সকালেই ভাঙড়ের কাশিপুর থানার সামনে একটি মিছিল বের হয়। নেতৃত্বে ছিলেন সানপুকুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মুছা হক মোল্লা।
আরাবুল ইসলামের মুক্তির দাবির পাশাপাশি সিপিআইএম নেতা সাত্তার মোল্লা ও তুষার ঘোষের গ্রেফতারেরও দাবি জানানো হয় মিছিল থেকে। এলাকয় জোর করে দোকান পাঠ বন্ধ করারও অভিযোগ উঠেছে তৃণমূল সমর্থকদের বিরুদ্ধে। বেশকিছু জায়গায় বোমাবাজি করা হয় বলেও অভিযোগ।
আরাবুল ইসলামকে পরশু রাতে ফোন করে পুলিস। আত্মসমর্পণ করতে বলে। দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেবেন বলে জানান আরাবুল ইসলাম। কিন্তু তারপরেই বন্ধ হয়ে যায় তাঁর মোবাইল। আর ফোনে পাওয়া যায়নি আরাবুলকে। এরপর প্রশাসনের সবুজ সঙ্কেত পেয়ে গাড়ির নম্বরের সূত্রে আরাবুলকে গ্রেফতার করে পুলিস। বাসন্তী হাইওয়ে থেকে গ্রেফতার করা হয় তাঁকে। সম্ভবত পালানোর চেষ্টা করছিলেন আরাবুল।

.