তৃণমূল কর্মী-সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠল সিপিএমের বিরুদ্ধে

  তৃণমূল কর্মী-সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠল সিপিএমের বিরুদ্ধে। পশ্চিম মেদিনীপুরের গড়বেতার তিন নম্বর ব্লক সুকনাতোরের ঘটনা। জখম চার তৃণমূল কর্মীকে ভর্তি করা হয়েছে দ্বারিঘেরিয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। সিপিএম অবশ্য অভিযোগ অস্বীকার করেছে। তাদের পাল্টা অভিযোগ তৃণমূলের বিরুদ্ধেই। তৃণমূল কর্মীরাই অস্ত্র নিয়ে সিপিএম কর্মীদের ওপর চড়াও হয় বলে অভিযোগ। এমনকী আহত সিপিএম কর্মী-সমর্থকদের হাসপাতালে নিয়ে যেতে বাধা দেওয়া হয় বলেও অভিযোগ। দুজন আহত সহ বেশ কয়েকজন সিপিএম কর্মী নিখোঁজ বলে অভিযোগ সিপিএমের।

Updated By: Mar 11, 2016, 10:33 AM IST
তৃণমূল কর্মী-সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠল সিপিএমের বিরুদ্ধে

ওয়েব ডেস্ক:  তৃণমূল কর্মী-সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠল সিপিএমের বিরুদ্ধে। পশ্চিম মেদিনীপুরের গড়বেতার তিন নম্বর ব্লক সুকনাতোরের ঘটনা। জখম চার তৃণমূল কর্মীকে ভর্তি করা হয়েছে দ্বারিঘেরিয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। সিপিএম অবশ্য অভিযোগ অস্বীকার করেছে। তাদের পাল্টা অভিযোগ তৃণমূলের বিরুদ্ধেই। তৃণমূল কর্মীরাই অস্ত্র নিয়ে সিপিএম কর্মীদের ওপর চড়াও হয় বলে অভিযোগ। এমনকী আহত সিপিএম কর্মী-সমর্থকদের হাসপাতালে নিয়ে যেতে বাধা দেওয়া হয় বলেও অভিযোগ। দুজন আহত সহ বেশ কয়েকজন সিপিএম কর্মী নিখোঁজ বলে অভিযোগ সিপিএমের।

 

.