ভোটের পর ভোটে এলেও সীমান্ত থেকে যায় সীমান্তেই

ভোট আসে ভোট যায়। কিন্তু বদলায় না ভারত বাংলাদেশ সীমান্ত অঞ্চলের বাসিন্দাদের জীবনের ছবিটা। নামেই ভারতীয়, কিন্তু ভারতীয় নাগরিকের বেশিরভাগ সুবিধাই তাঁরা পান না। ভোট এলে মেলে শুধু প্রতিশ্রুতি। কিন্তু সেই প্রতিশ্রুতি আর বাস্তবায়িত হয় না। মালদা জেলার হবিবপুর থেকে কালিয়াচক পর্যন্ত সীমান্তবর্তী এলাকায় বসবাস প্রায় তিন হাজার পরিবারের।

Updated By: Apr 2, 2014, 11:15 PM IST

ভোট আসে ভোট যায়। কিন্তু বদলায় না ভারত বাংলাদেশ সীমান্ত অঞ্চলের বাসিন্দাদের জীবনের ছবিটা। নামেই ভারতীয়, কিন্তু ভারতীয় নাগরিকের বেশিরভাগ সুবিধাই তাঁরা পান না। ভোট এলে মেলে শুধু প্রতিশ্রুতি। কিন্তু সেই প্রতিশ্রুতি আর বাস্তবায়িত হয় না। মালদা জেলার হবিবপুর থেকে কালিয়াচক পর্যন্ত সীমান্তবর্তী এলাকায় বসবাস প্রায় তিন হাজার পরিবারের।

ভোটার কার্ড রয়েছে। নিয়মিত ভোটও দেন কিন্তু কৃষিকাজ থেকে পানীয় জল, দৈনন্দিন জীবনের ন্যূনতম প্রয়োজনীয়তাটুকু মেটাতেও পার করতে হয় কাঁটাতারের দরজা। ভারতীয় এলাকা হলেও কাঁটাতারের বেড়ার ওপারে জমি জিরেত থাকায় রয়েছে হাজারো সমস্যা। ভারত বাংলাদেশ সীমান্তের এই গেট খোলে দিনে মাত্র দু বার। একবার বন্ধ হয়ে গেলে ওপারে যাওয়ার জন্য অপেক্ষা করতে হবে দীর্ঘ সময়। সেইসঙ্গে রয়েছে নিরাপত্তারক্ষীদের চোখ রাঙানি। নিত্যদিনের এই যন্ত্রণা সহ্য করেই ধৈর্য্যের পরীক্ষা দিয়ে চলেছেন সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা।

প্রত্যেক বারই ভোট আসে। আবার চলেও যায়। কিন্তু এইসব মানুষগুলো থেকে যান সেই অন্ধকারেই। এঁদের প্রাপ্তি শুধুমাত্র প্রতিশ্রুতি। রুজি রোজগারের আশায় পরিবার নিয়ে ইতিমধ্যেই গ্রাম ছেড়েছেন অনেকে। আর যাঁরা একান্তই নিরূপায়? যাঁরা বাধ্য হয়েছেন থেকে যেতে তাঁদের দিন কাটছে চরম অসহায় পরিস্থিতিতে । তাঁদের দিনগুজরানের একমাত্র সম্বল সীমান্তের প্রবেশ দ্বার।

.