জল ছাড়ার পরিমাণ বাড়ানো হল দামোদর ব্যারেজে, নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা

দক্ষিণবঙ্গে রাতভর বৃষ্টি পড়েছে। বৃষ্টি পড়ছে এখনও। এদিকে ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি পড়ায় জল বাড়ছে দামোদর, অজয়, কংসাবতী, শিলাবতী, দ্বারকেশ্বর নদীতে।  ভারী বৃষ্টির জেরে দুর্গাপুরে দামোদর ব্যারাজ থেকে জল ছাড়ার পরিমান বাড়িয়ে ৩৪ হাজার কিউসেক করা হয়েছে। জল ছাড়ার পরিমাণ যদি আরও বাড়ে নিচু দামোদর অববাহিকায় জল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

Updated By: Sep 6, 2016, 10:13 AM IST
জল ছাড়ার পরিমাণ বাড়ানো হল দামোদর ব্যারেজে, নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা

ওয়েব ডেস্ক : দক্ষিণবঙ্গে রাতভর বৃষ্টি পড়েছে। বৃষ্টি পড়ছে এখনও। এদিকে ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি পড়ায় জল বাড়ছে দামোদর, অজয়, কংসাবতী, শিলাবতী, দ্বারকেশ্বর নদীতে।  ভারী বৃষ্টির জেরে দুর্গাপুরে দামোদর ব্যারাজ থেকে জল ছাড়ার পরিমান বাড়িয়ে ৩৪ হাজার কিউসেক করা হয়েছে। জল ছাড়ার পরিমাণ যদি আরও বাড়ে নিচু দামোদর অববাহিকায় জল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

জল ছাড়া হয়েছে বাঁকুড়ার কংসাবতী ও ভৈরববাকি জলাধার থেকেও। এরফলে বাঁকুড়া ঝাড়গ্রাম রাজ্য সড়কের ওপর অমৃতপাল সেতু জলের তলে। বন্ধ বাঁকুড়া-ঝাড়গ্রাম সড়কে যান চলাচল। দ্বারকেশ্বর নদীতে জল বাড়ায় বাঁকুড়া শহর লাগোয়া মীনাপুর সেতু জলের তলে। জল বাড়ছে শালি ও গন্ধেশ্বরী নদীতেও।

.