ঠান্ডা বাড়াবে, আরও কিছুদিন থাকছে শীত

কাশ্মীরে বরফ পড়েছে। আর তাতেই ঠান্ডা বাড়ার আশা এ রাজ্যে। অন্তত আর কিছুদিন থাকছে শীত। তেমনটাই জানাচ্ছে আবহাওয়া দফতর। শেষ ডিসেম্বরেও সেভাবে দেখা মেলেনি শীতের। জানুয়ারির প্রথম সপ্তাহের মাঝামাঝিতেও উধাও। আলমারির ফাঁক দিয়ে তাঁর খোঁজ করে চলে ছিল মুখ গুমড়ে থাকা সোয়েটার, জ্যাকেট। কম্বল নামলেও লেপ তো এ বছর নামেইনি। তবে এরই মধ্যে খুশির বার্তা নিয়ে এল কাশ্মীরের তুষারপাত। শীতের আশায় তাই উত্তরের দিকেই তাকিয়ে রাজ্যবাসী। স্বাভাবিকের থেকে একটু বেশি হলেও আজ সর্বনিম্ন তাপমাত্রার উন্নতি হয়েছে। আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি। আরও পড়ুন- আচমকা শিলাবৃষ্টিতে বিপর্যস্ত উত্তর দিনাজপুরের চাকুলিয়া

Updated By: Jan 5, 2017, 09:14 AM IST
ঠান্ডা বাড়াবে, আরও কিছুদিন থাকছে শীত

ওয়েব ডেস্ক: কাশ্মীরে বরফ পড়েছে। আর তাতেই ঠান্ডা বাড়ার আশা এ রাজ্যে। অন্তত আর কিছুদিন থাকছে শীত। তেমনটাই জানাচ্ছে আবহাওয়া দফতর। শেষ ডিসেম্বরেও সেভাবে দেখা মেলেনি শীতের। জানুয়ারির প্রথম সপ্তাহের মাঝামাঝিতেও উধাও। আলমারির ফাঁক দিয়ে তাঁর খোঁজ করে চলে ছিল মুখ গুমড়ে থাকা সোয়েটার, জ্যাকেট। কম্বল নামলেও লেপ তো এ বছর নামেইনি। তবে এরই মধ্যে খুশির বার্তা নিয়ে এল কাশ্মীরের তুষারপাত। শীতের আশায় তাই উত্তরের দিকেই তাকিয়ে রাজ্যবাসী। স্বাভাবিকের থেকে একটু বেশি হলেও আজ সর্বনিম্ন তাপমাত্রার উন্নতি হয়েছে। আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি। আরও পড়ুন- আচমকা শিলাবৃষ্টিতে বিপর্যস্ত উত্তর দিনাজপুরের চাকুলিয়া

 

.