ডিভিসি জল না ছাড়ায় স্বাভাবিক হচ্ছে বন্যা পরিস্থিতি

ডিভিসি নতুন করে জল না ছাড়ায়, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলির বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। জল কমা শুরু হলেও ত্রাণ নিয়ে দুর্গতদের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। পানীয় জলের সংকটে নাজেহাল দুর্গতরা। ছড়াচ্ছে আন্ত্রিক, ডায়রিয়ার মত জল বাহিত রোগ।

Updated By: Oct 20, 2013, 06:26 PM IST

ডিভিসি নতুন করে জল না ছাড়ায়, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলির বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। জল কমা শুরু হলেও ত্রাণ নিয়ে দুর্গতদের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। পানীয় জলের সংকটে নাজেহাল দুর্গতরা। ছড়াচ্ছে আন্ত্রিক, ডায়রিয়ার মত জল বাহিত রোগ।
নতুন করে জল ছাড়েনি ডিভিসি। ফলে ধীরে ধীরে নামছে পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকার জমা জল। তবুও পুরোপুরি স্বাভাবিক হয়নি পরিস্থিতি। বানভাসি এলাকায় ক্ষোভ রয়েছে ত্রাণ নিয়ে।
 
তমলুক, নন্দকুমারের মত অপেক্ষাকৃত নীচু এলাকাগুলি এখনও জলের তলায়। পাঁশকুড়ায় দেখা দিয়েছে পানীয় জলের তীব্র সংকট। ত্রাণ নিয়ে ক্ষোভ রয়েছে বিভিন্ন এলাকায়।
 
হুগলিতে সার্বিকভাবে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও খানাকুল দুই নম্বর ব্লকের শাবলসিংহপুর, কুশালি, জগদীশতলা, চিংড়া, রাজচন্দ্রপুরসহ বিস্তীর্ণ এলাকা এখনও জলের তলায়। ত্রাণ নিয়ে  রয়েছে বিস্তর ক্ষোভ।
 
বন্যা পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে হাওড়াতেও। গত দু-তিন দিন ধরে যেসব এলাকায় ত্রাণ পৌঁছয়নি, সেইসব এলাকায় ত্রাণ পৌঁছে দেওয়ার চেষ্টা করছে প্রশাসন। 

.