পুরুলিয়ার কলেজগুলিতে কেন বাড়ছে ABVP-র দাপট? খোঁজ নিচ্ছেন মুখ্যমন্ত্রী

Updated By: Dec 23, 2014, 11:22 PM IST
পুরুলিয়ার কলেজগুলিতে কেন বাড়ছে ABVP-র দাপট? খোঁজ নিচ্ছেন মুখ্যমন্ত্রী

পুরুলিয়ার লালপুর ও ঝালদা কলেজে ছাত্র সংসদের দখল নিয়েছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। সংঘ পরিবারের ছাত্র শাখা রাজ্যে খাতা খোলায় চরম অস্বস্তিতে শাসক শিবির। কারণ জানতে চেয়ে পুরুলিয়ার নেতা তথা মন্ত্রী শান্তিরাম মাহাতকে ফোন করেছেন মুখ্যমন্ত্রী।

পরিসংখ্যান থেকেই রাজ্যে এবিভিপির উত্থানের ছবিটা স্পষ্ট। এমন আচমকা উড়ানের কারণ কি? গতবছর তৃণমূল ছাত্র পরিষদের দোর্দন্ডপ্রতাপে বেশিরভাগ কলেজই মনোনয়নই জমা দিতে পারেনি এসএফআই। এমন পরিস্থিতিতে পুরুলিয়ার দুটি কলেজ এবিভিপির জয় কিছুটা নড়িয়ে দিয়েছে শাসকদলের ছাত্র সংগঠনকেও। তড়িঘড়ি রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে পুরুলিয়া থেকে।  ABVP-র উত্থানে দল যে অসন্তুষ্ট তা স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে TMCP সভাপতিকে।

সংঘপরিবারের ছাত্র সংগঠন ABVP -র দাবি তারা রাজনৈতিক কোনও দলই নয়। তাই সংসদ দখল নয় তাদের লক্ষ্য কলেজ উন্নয়ন। এবিভিপির দাবি যাই হোক, তাদের বাড়বাড়ন্ত অস্বস্তিতে ফেলেছে খোদ মুখ্যমন্ত্রীকেও। পুরুলিয়ার তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী শান্তিরাম মাহাতের কাছে রিপোর্টও তলব করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

 

.