একের পর এক অগ্নিকাণ্ডে কি কার্যত জতুগৃহে পরিণত হচ্ছে হাওড়ার একাধিক এলাকা? প্রশ্ন দমকলমন্ত্রীর

একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা। তাহলে কি কার্যত জতুগৃহে পরিণত হচ্ছে হাওড়ার একাধিক এলাকা? গতকালের আগুন লাগার পর এই প্রশ্নটা তুলে দিলেন স্বয়ং দমকলমন্ত্রী। ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা কারখানাগুলোর আগুন নেভানোর আদৌ কোনও পরিকাঠানো রয়েছে কিনা তা অবিলম্বে খতিয়ে দেখা হবে। বললেন শোভন চট্টোপাধ্যায়। একই সুর শোনা গেল হাওড়ার মেয়র রথীন চক্রবর্তীর গলাতেও।

Updated By: Dec 14, 2016, 09:24 AM IST
একের পর এক অগ্নিকাণ্ডে কি কার্যত জতুগৃহে পরিণত হচ্ছে হাওড়ার একাধিক এলাকা? প্রশ্ন দমকলমন্ত্রীর

ওয়েব ডেস্ক: একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা। তাহলে কি কার্যত জতুগৃহে পরিণত হচ্ছে হাওড়ার একাধিক এলাকা? গতকালের আগুন লাগার পর এই প্রশ্নটা তুলে দিলেন স্বয়ং দমকলমন্ত্রী। ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা কারখানাগুলোর আগুন নেভানোর আদৌ কোনও পরিকাঠানো রয়েছে কিনা তা অবিলম্বে খতিয়ে দেখা হবে। বললেন শোভন চট্টোপাধ্যায়। একই সুর শোনা গেল হাওড়ার মেয়র রথীন চক্রবর্তীর গলাতেও।

আরও পড়ুন অবশেষে বনদফতরের পাতা ফাঁদে ধরা পড়ল বাঘ

অন্যদিকে, কয়েকদিন আগেই ভয়াবহ আগুন লাগে হাওড়ার ফোরশোর রোডে। আগুনে পুড়ে ছাই হয়ে যায় সুতো ও হোসিয়ারি কারখানা। দাহ্য পদার্থ মজুত থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। আগুনে ভস্মীভূত হয়ে যায় দুটি কারখানা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান দমকল মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়, মন্ত্রী অরূপ রায় ও হাওড়ার মেয়র। এরই পাশাপাশি সেদিন আগুন লাগে হাওড়ার শিবপুরে ফোর্ট উইলিয়াম জুট মিলেও।

আরও পড়ুন পুড়ে ছাই হয়ে গেল হাওড়া তেলকল ঘাট লাগোয়া কয়েকটি প্লাস্টিক কারখানা ও গোডাউন

.