নিজস্ব প্রতিবেদন : ''আমাদের পরিবার আজ যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে, তা সবই দর্শকদের অনুগ্রহ। নিজেকে অভিনেতা বলার অর্থ হল আমরা দর্শকদের সেবায় নিয়োজিত।'' সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই মতামত ব্যক্ত করেছেন অভিষেক বচ্চন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সম্প্রতি বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে ২০ বছর পার করেছেন জুনিয়র বচ্চন। সেই উপলক্ষেই একটি  সাক্ষাৎকার দেন অভিষেক। জুনিয়র বচ্চন আরও বলেন, ''আমরা দর্শকদের জন্য কাজ করি, কারণ, দর্শকরা আমাদের ছবি দেখার জন্য তাঁদের উপার্জিত অর্থ ব্যয় করেন। আর সেকারণেই তাঁরাই সিদ্ধান্ত নেবেন কে অভিনয় করবেন, কে করবেন না। তাঁরা টিকিট কিনছেন না মানে, তাঁরা টিকিট কিনতে চাইছেন না। আর তাঁরা টিকিট কিনছেন না এর অর্থ, আপনি পরবর্তী ছবিটাও আর পাবেন না। কোন অভিনেতা কাজ করবেন কিনা সেটাও দর্শকরাই ঠিক করে দিতে পারেন।''


আরও পড়ুন-লকডাউনে বিশাল অঙ্কের বিদ্যুতের বিল, চক্ষু চড়কগাছ তারকাদের




আরও পড়ুন-''টিকটক বন্ধে যাঁরা কাজ হারালেন, তাঁদের কী হবে?'' প্রশ্ন তুললেন নুসরত


অভিষেকের কথায়, ''অভিনেতা যদি পরবর্তী কাজ পান, তাহলে তাঁর নিজের পিঠ চাপড়ে দেওয়া উচিত। যে তুমি পেরেছ। তোমাকে আরও অনেক দূর যেতে হবে, তাই অভিযোগ করো না। খুশি হও, যে তুমি এই সুযোগটা পেয়েছ। আর এটা ভেবে নিও না, যে তুমি সবসময় এই সুযোগটা পাবে। এই অভিনয় জগতে অনেক প্রতিযোগিতা। আর নিজেকে তাই সেভাবেই তৈরি করা উচিত।''


প্রসঙ্গত সম্প্রতি আমাজন প্রাইমে মুক্তি পেতে চলেছে অভিষেক বচ্চন অভিনীত ''ব্রেথ: ইনটু দ্য শ্যাডোজ'' ওয়েব সিরিজ। আর এই ওয়েব সিরিজটির মাধ্যমেই প্রথমবার ওয়েব দুনিয়ায় পা রাখতে চলেছেন অভিষেক।