নিজস্ব প্রতিবেদন: অভিষেক চট্টোপাধ্যায়ের(Abhishek Chatterjee) শেষ ছবি 'পঞ্চভূজ'(Panchabhuj)। সেই ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার পেলেন অভিষেক। অভিনেতার হয়ে সেই পুরস্কার গ্রহণ করে তাঁর মেয়ে সাইনা চট্টোপাধ্যায় অর্থাৎ ডল। ছবির পরিচালক রানা বন্দ্যোপাধ্যায়। এই ছবি ইতিমধ্যেই বেশ কয়েকটি চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। তারই মধ্যে 'পোর্ট ব্লেয়ার ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল'-এ এই ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন প্রয়াত অভিনেতা। সেই পুরস্কারই অভিষেক চট্টোপাধ্যায়ের স্ত্রী সংযুক্তা ও মেয়ে সাইনার হাতে তুলে দিলেন পরিচালক। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সেই পুরস্কারের কথা সকলের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন সংযুক্তা চট্টোপাধ্যায়। ছবির ট্রেলারে অভিষেককে মৃত্যু ও আত্মার কথা বলেন। তাঁর সহঅভিনেতাকে প্রশ্ন করেন যে, ‘মৃত্যুর কাছে সমপর্ণ করাটা কি বাঞ্চনীয়?’ জবাবে তাঁর সহঅভিনেতা বলেন,‘মৃত্যু তো অনিবার্য, তাকে মেনে নিতে বাধাটা কোথায়?’ সংযুক্তা সোশ্যাল মিডিয়ায়(Social Media) লেখেন,'ছবিতে কীসব সংলাপ! যা শুনে আপনাদের গায়ে কাঁটা দেবে। সংলাপে রয়েছে মৃত্যুর কথা, আত্মীর কথা। মনে হল ও সবই জানত।'


সংযুক্তা লেখেন,'অভিষেক সেরা অভিনেতার পুরস্কার পেয়েছে, এই খবর আমি সকলের সঙ্গে শেয়ার করতে চাই। আমার জীবনের প্রতিটি মুহূর্তে ও রয়েছে। অভিষেকের মোবাইলে অন্য একজনের নম্বর খুঁজতে গিয়েই হঠাৎই রানাদাকে ফোন করি। আমি জানতামও না ওর শেষ ছবি রানা পরিচালনা করেছে। তখনই উনি আমায় ওই ছবি ও পুরস্কারের কথা জানান। সবটাই অলৌকিকভাবে ঘটে।'


আরও পড়ুন: Sunny Leone: বিয়েতে উপহার পাওয়া টাকা থেকেই রিসেপশনের বিল মেটাতে হয়েছিল সানিকে



আরও পড়ুন: Jeet in Raavan: রামনবমীতে জিতের মনের ভিতরে রাম-রাবণের দ্বৈরথ, কোন রূপে পর্দায় ফিরছেন সুপারস্টার?


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)