Actor Prabhas's Marriage Speculation: 'বাহুবলী' আর ব্যাচেলর নন? শিল্পপতির মেয়েকেই তাহলে...

Bahubali Actor's Marriage: অনুষ্কা শেট্টি নয়, বাহুবলী-খ্যাত অভিনেতা প্রভাস বিয়ে করতে চলেছেন এক শিল্পপতির মেয়েকে।

Updated By: Mar 27, 2025, 07:16 PM IST
Actor Prabhas's Marriage Speculation:  'বাহুবলী' আর ব্যাচেলর নন? শিল্পপতির মেয়েকেই তাহলে...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রভাসের প্রেম জীবন আবারও খবরের শিরোনামে! 

অভিনেত্রী অনুষ্কা শেট্টির সঙ্গে সম্পর্কের গুঞ্জন দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছিল। তাঁদের বিয়ের গুঞ্জনও ভাসছিল বি-টাউনে। তবে ৪৫ বছর বয়সী এই অভিনেতা তাঁর ব্যাক্তিগত সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কোনওদিনই কথা বলেননি। সম্প্রতি শোনা যাচ্ছে মেয়েদের হার্টথ্রব প্রভাস শীঘ্রই বিয়ে করতে চলেছেন। কাল্কি-খ্যাত এই অভিনেতা হায়দরাবাদের এক শিল্পপতির মেয়ের গলাতেই মালা পড়াবেন বলে খবর। তবে এই খবরের বিস্তারিত কিছু জানা যায়নি।

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখতে ফলো করুন Google News

অভিনেতা ও রাজনীতিবিদ কৃষ্ণম রাজুর স্ত্রী শ্যামলা দেবী 'বাহুবলী'র অভিনেতার বিয়ের দায়িত্ব নিয়েছেন বলে জানা গিয়েছে। তবে হাজার তরুণীর বুকে ঝড় তোলা এই মোস্ট এলিজিবল ব্যাচেলরের বিয়ে গোপনেই সম্পন্ন হবে। কিন্তু প্রভাস এখনও বিয়ের খবরে নিয়ে কোথাও কোনও মন্তব্য করেননি।

আরও পড়ুন:  'অবসাদ'-বিতর্কের জেরে 'অসংবেনশীল' প্রচারে লাগাম, সৃজিতের 'কিলবিল সোসাইটি' বাঁচার জন্য... 

এই মুহুর্তে প্রভাসের হাতে বেশ কয়েকটি সিনেমার কাজ রয়েছে। অভিনেতা বর্তমানে 'দ্য রাজা সাব' এবং 'ফৌজি'র শুটিং করছেন। এছাড়া হাতে রয়েছে সন্দীপ রেড্ডির 'স্পিরিট' সিনেমাটিও। দক্ষিণ ভারতের নববর্ষ 'উগাদি' উপলক্ষে ছবিটি মুক্তির পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন:   আপনি কি অসহায়? হোয়াটসঅ্যাপ করুন! ছবি-বিপণনের কৌশলে 'অবসাদ'-বিতর্ক, সৃজিত বললেন...

 আসন্ন ছবি মুকেশ কুমার সিংয়ের 'কান্নাপ্পা'। মোহনলাল অভিনীত এই ছবিতে রুদ্র চরিত্রে প্রভাসকে একটি ক্যামিও চরিত্রে দেখা যাবে। মোহন বাবু প্রযোজিত এই সিনেমায় রয়েছেন বিষ্ণু মাঞ্চু, মধু, আর. শরৎকুমার, প্রভাস, অক্ষয় কুমার, শিব বালাজি, ঐশ্বর্য ভাস্করন, করুণা, ব্রহ্মাজি, দেবরাজ, কৌশল মান্দা, সপ্তগিরি, অর্পিত রাঙ্কা এবং কাজল আগরওয়াল। কান্নাপ্পা ২৫শে এপ্রিল ২০২৫ মুক্তি পাওয়ার কথা রয়েছে। জানা গেছে, এটি ৮০ থেকে ১০০ কোটি টাকা খরচা হয়েছে এই ছবি নির্মাণে।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.