Dipika Kakar first look after Cancer Operation: লিভারে ক্যানসার, ১৪ ঘন্টা সার্জারির পর কেমন আছেন দীপিকা? হাসপাতালের বেডে প্রথম ছবি...

Dipika Kakar: আগেই জানা গিয়েছিল, গুরুতর অসুস্থ ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী দীপিকা কক্কর। পেটে টিউমার হয়েছে অভিনেত্রী। সেটি অস্ত্রোপচার করে বের করতে হবে। অভিনেত্রীর স্টেজ ২-এ রয়েছে। এই দুঃসংবাদ সামনে আসতেই অভিনেত্রীর ফ্যানেরা হতাশ হয়ে পড়ে। এবং তাঁর সুস্থতার জন্য প্রার্থনা করছেন অনেকেই।

নবনীতা সরকার | Updated By: Jun 8, 2025, 09:35 PM IST
Dipika Kakar first look after Cancer Operation: লিভারে ক্যানসার, ১৪ ঘন্টা সার্জারির পর কেমন আছেন দীপিকা? হাসপাতালের বেডে প্রথম ছবি...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অভিনেতা শোয়েব ইব্রাহিম, তাঁর স্ত্রী অভিনেত্রী দীপিকা কক্কড়ের লিভার ক্যান্সারের অস্ত্রোপচারের পর প্রথম ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি দীপিকার ১৪ ঘন্টা দীর্ঘ অস্ত্রোপচার হয়েছে। শোয়েব তাঁর ইনস্টাগ্রাম স্টোরিজে হাসপাতালের বিছানা থেকে দীপিকার সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন।

হাসপাতাল থেকেই ঈদ মোবারক

ছবিতে দেখা যাচ্ছে, দীপিকা ও শোয়েবের হাতে একটি খাম, তাঁরা দুজনেই ধরে আছে সেটি। শোয়েব যখন তাঁর কাছে বসেছিল তখন সে বিছানায় শুয়েছিল। ছবিটি শেয়ার করে শোয়েব লিখেছেন, 'দীপি অর মেরে লিয়ে পাপা কি তরফ সে ইদি আয়ে (বাবার কাছ থেকে আমার এবং দীপিকার জন্য ঈদি) (লাল হৃদয়ের ইমোজি)। ঈদ মোবারক (আলিঙ্গনের ইমোজি)।'

আরও পড়ুন: Dipika Kakar in Stage 2 Cancer: ক্যানসারে আক্রান্ত দীপিকা, ১৪ ঘণ্টা ধরে চলল সার্জারি, ICU-এ অভিনেত্রী...

দীপিকার স্বাস্থ্য সম্পর্কে আপডেট 

শোয়েব ভিডিও শেয়ার করছেন এবং ভক্তদের দীপিকার স্বাস্থ্য এবং পরিবারের অবস্থা সম্পর্কে আপডেট দিচ্ছেন। সম্প্রতি, তাঁর ইউটিউব চ্যানেলে, শোয়েব সাত মিনিটের একটি ভিডিয়ো শেয়ার করেছেন যেখানে তিনি বলেছেন যে দীপিকা হাসপাতালে সুস্থ হয়ে উঠছেন। তিনি বলেন যে, অস্ত্রোপচারটি সকালে শুরু হয়েছিল এবং মধ্যরাতের ঠিক আগে শেষ হয়েছিল।

তিনি দীপিকাকে কতক্ষণ হাসপাতালে থাকতে হবে সে সম্পর্কেও জানান। 'ডাক্তারদের পরামর্শ অনুসারে, তিনি এখানে তিন থেকে পাঁচ দিন থাকবেন। অস্ত্রোপচারটি ছিল গুরুতর... তিনি ১৪ ঘন্টা ধরে ওটি-তে ছিলেন। ওহ বহুত হি মুশকিল এক ওয়াক্ত থা (এটি একটি কঠিন সময় ছিল),' শোয়েব আরও বলেন।

আরও পড়ুন: Dipika Kakar Diagnosed with Cancer: লিভারে 'মারণ' টিউমার! ক্যানসারে আক্রান্ত দীপিকাও, স্টেজ...

দীপিকার অস্ত্রোপচার কেমন ছিল

শোয়েব আরও বলেন যে অস্ত্রোপচারের সময়, দীপিকার পিত্তথলি এবং তার লিভারের একটি ছোট অংশ বাদ দেওয়া হয়। 'তার টিউমারটি বের করা হয়েছে। পাথরের কারণে অস্ত্রোপচারের পর পিত্তথলিও বের করা হয়েছে। লিভারে টিউমার হওয়ার কারণে, এর কিছু অংশ, অর্থাৎ সামান্য অংশও কেটে ফেলা হয়েছে। লিভার বা যকৃত্‍ এমন একটি অঙ্গ যা আবার তৈরি হয় মানবদেহে, তাই এটি নিয়ে চিন্তা করার কিছু নেই,' তিনি আরও যোগ করেছিলেন।

এর আগে, দীপিকা তার ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন যে তাঁর স্টেজ টু লিভার ক্যান্সার ধরা পড়েছে। তিনি আরও বলেছিলেন যে এটি 'টেনিস বলের আকারের টিউমার প্রায়।'

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

 

.