Actress Car Accident: আচমকাই চলন্ত গাড়িতে আগুন, অল্পের জন্য প্রাণে বাঁচলেন জনপ্রিয় গায়িকা-অভিনেত্রী...
Parsha mahjabeen: অন্যান্য দিনের মতোই বাড়ি থেকে স্টুডিয়োতে যাচ্ছিলেন বিতর্কিত গায়িকা পারশা। কিন্তু আচমকাই পথে ভয়ংকর বিপদ। আচমকাই চলন্ত গাড়িতে আগুন ধরে যায়। গ্যাসের কারণে চোখ আর গলা জ্বলতে থাকে গায়িকা-অভিনেত্রীর।

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ছাত্র-জনতার অভ্যুত্থানের সময়ে ‘আমি ভুলে যাই’ গান গেয়ে নজর কেড়েছিলেন সংগীতশিল্পী পারশা মাহজাবীন। শনিবার এক দুর্ঘটনা থেকে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন বাংলাদেশের আলোচিত এই গায়িকা-অভিনেত্রী। ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে বনানীর স্টুডিওতে যাওয়ার পথে, তাঁর গাড়িতে আগুন ধরে যায়। দ্রুত গাড়ির দরজা খুলে বেরতে পারায় প্রাণে বেঁচে যান তিনি। নিজের ফেসবুকে খবরটি জানিয়ে একটি পোস্ট দিয়েছেন পারশা।
সোশ্যাল মিডিয়ায় পারশা লেখেন, ‘কিছুক্ষণ আগে কুর্মিটোলা হাসপাতালের সামনে আমার উবারে আগুন ধরে যায়। ধোঁয়াতে আমার গলা এখনো জ্বলছে। প্রথম কিছুক্ষণ গাড়ির দরজাটাও খুলতে পারিনি। আগুন দাউ দাউ করে জ্বলছিল! কীভাবে যে বেঁচে গেছি!’
ঠিক কী ঘটেছিল গায়িকা অভিনেত্রীর সঙ্গে? বাংলাদেশের সংবাদমাধ্যমে তিনি জানান, ‘আমি তো বসুন্ধরায় থাকি। আজকে আমার বিজ্ঞাপন চিত্রের জিঙ্গেল ও নাটকের গানের রেকর্ডিং ছিল। সেভাবেই বাসা থেকে বের হই। বেলা একটার দিকে কুর্মিটোলা হাসপাতালের উল্টো দিকে আসতেই হুট করে গাড়িতে আগুন লেগে যায়। তখন গ্যাসের কারণে আমার চোখ আর গলা জ্বলতে থাকে। কী করব ভেবে পাচ্ছিলাম না। গাড়িতে আমি একা। গাড়ির দরজাও শুরুতে খুলতে পারছিলাম না। ঘাবড়ে যাই। অনেক বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছেন।’
২০২১ সালে রাফাত মজুমদারের ‘লাইট ক্যামেরা অ্যাকশন’ নাটকের দ্বৈত গান ‘দুজন হেরে যাই’-এ কণ্ঠ দেন পারশা। তিন বছরের ক্যারিয়ারে ‘কপি পেস্ট’, ‘পুতুলের সংসার’, ‘যে প্রেম এসেছিল’সহ বেশ কয়েকটি নাটকে গান গেয়েছেন তিনি। গত মাসে ভালোবাসা দিবস উপলক্ষে মুক্তি পাওয়া ওয়েব ফিল্ম ‘ঘুমপরী’তেও দেখা গেছে তাঁকে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)