Allu Arjun Arrested: অল্লুর গ্রেফতারি নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে! তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীকে কাঠগড়ায় তুলল বিরোধীরা...

Telengana Politics: প্রচারে ভুল বলেছিলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর নাম। এখানেই শেষ নয়, মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর সম্পর্ক নিয়েও শোনা যায় নানা ঘুষো। অল্লুর গ্রেফতারি ঘিরে তাই শুরু রাজনৈতিক তরজা। 

Updated By: Dec 13, 2024, 08:35 PM IST
Allu Arjun Arrested: অল্লুর গ্রেফতারি নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে! তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীকে কাঠগড়ায় তুলল বিরোধীরা...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শুক্রবার সকাল থেকেই উত্তাল বিনোদন দুনিয়া। সন্ধ্যা থিয়েটারে পুষ্পার স্ক্রিনিংয়ের সময় পদপিষ্ট হয়ে মৃত্যু হয় আর সেই কারণেই অল্লুর বিরুদ্ধে দায়ের হয় মামলা। সেই মামলাতেই শুক্রবার গ্রেফতার হন অভিনেতা। অল্লুর এই গ্রেফতারি নিয়েই তেলঙ্গানার কংগ্রেস সরকারকে কাঠগড়ায় তুলেছে বিরোধী দল ভারত রাষ্ট্র সমিতি ও বিজেপি। শাসকদলের তীব্র আলোচনা করেন বিআরএস নেতা কেটি রামারাও।

আরও পড়ুন- Allu Arjun Arrest: জেলে যেতে না যেতেই অল্লু অর্জুনকে জামিন দিল হাইকোর্ট...

অল্লু অর্জুনের গ্রেফতারির পিছনে রয়েছে রাজনৈতিক যোগ, এমনই দাবি অনেকের। প্রসঙ্গত, কিছুদিন আগেই পুষ্পা ২ এর প্রচারে মুখ্যমন্ত্রীর নাম ভুল বলেছিলেন অল্লু। শুক্রবার অভিনেতার গ্রেফতারির পরেই সেই ভিডিয়ো ভাইরাল হয়ে যায়। সকলেই জানেন অল্লুর সঙ্গে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির দূরত্বের কথা। এদিন অল্লুর গ্রেফতারি নিয়ে তিনি বলেন, 'আইন আইনের পথে চলবে। এই মামলায় কেউ নাক গলাবে না। তদন্ত প্রক্রিয়া নিজের পথে এগোবে'।

মুখ্যমন্ত্রীর এহেন মন্তব্যে বিজেপির এমপি বান্দি সঞ্জয় কুমার তুলোধনা করেছেন রেবন্ত রেড্ডির। তিনি বলেছেন, 'মানুষকে মানুষ বলে জ্ঞান না করে অত্যন্ত অপমানজনক আচরণ করেছে শাসকদলের পুলিস। অল্লু অর্জুন হলেন একজন জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী অভিনেতা। ভারতীয় সিনেমায় আন্তর্জাতিক খ্যাতি নিয়ে এসেছেন। তাঁর সঙ্গে পুলিশ অভদ্র আচরণ করেছে। মুখ্যমন্ত্রীর পুলিস ভিড় সামলাতে ব্যর্থ হয়েছিল বলেই এ ধরনের দুর্ঘটনা ঘটেছে। এরকম হাইভোল্টেজ অনুষ্ঠানের জন্য পুলিসকেই সতর্ক থাকা উচিত ছিল'।

আরও পড়ুন- Lagnajita Chakraborty | Rajesh Roshan: 'আচমকা কাছে এসে স্কার্টের ভেতরে হাত ঢুকিয়ে দেন...', রাজেশ রোশনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ লগ্নজিতার!

প্রায় একই বার্তা দেন বিআরএস নেতা কেটিআর। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, 'মৃতার পরিবারের প্রতি আমি সমব্যথী। কিন্তু সরকার যেভাবে আচরণ করেছে তা নিয়ে প্রশ্ন ওঠে। অভিনেতা অল্লু অর্জুন সরাসরি পদপিষ্ট হওয়ার ঘটনার দোষী নন। তাঁকে এই ঘটনার জন্য সরাসরি দায়ী করা যায় না। কারণ সিনেমা হল কর্তৃপক্ষ জানিয়েছে, অল্লু অর্জুন যে স্ক্রিনিংয়ের সময় আসবেন, সেকথা পুলিসকে আগাম জানানো হয়েছিল। কিন্তু, পুলিস ভিড় সামলানোর কোনও ব্যবস্থা রাখেনি'। সবমিলিয়ে দিনভর অল্লুকে গ্রেফতার থেকে জামিন পর্ব নিয়ে রাজনীতির তরজা তুঙ্গে। 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.