Anchor's Shocking News: দুরন্ত সুন্দরী, হাজারের হার্টথ্রব! বাঙালি অ্যাঙ্করের রহস্যমৃত্যুতে শোরগোল...
Safina Ahmed Toree: রবিবার ৮ জুন, বিকেলে রাজধানীর নিউ ইস্কাটন থেকে তরীর মরদেহ উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতাল নিয়ে যায় পরিবারের সদস্যরা। বিষয়টি নিশ্চিত করেন হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত ওসি মো. রাজু।

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো:
বাঙালি সংবাদপাঠিকার অস্বাভাবিক মৃত্যু!
সংবাদ পাঠিকা সাফিনা আহমেদ তরীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। রবিবার (৮ জুন) বিকালে রাজধানীর নিউ ইস্কাটন থেকে পরিবারের সদস্যরা তরীকে অচেতন অবস্থায় মুগদা জেনারেল হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু। তিনি জানান, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তরীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
চ্যানেল ২৪, আরটিভিতে সংবাদ উপস্থাপক ছিলেন। পরে মিডিয়া ছেড়ে তিনি ব্র্যাক ব্যাংকে যোগ দেন। তরীর মা, সাফিনা আহমদে জানান, হঠাৎ তাঁরা রুমে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যরা মুগদা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তরীকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: Mainul Ahsan Nobel: ড্রাগের নেশায় বুঁদ হয়ে নাগাড়ে ধর্ষণ, জেলবন্দি নোবেল ঈদে এখন কাঁদছে...
ওসি জানান, পোস্টমর্টেম রিপোর্টে 'অস্বাভাবিক' মৃত্যুর পাওয়া গেছে। তার নাক দিয়ে সাদা ফেনা পাওয়া গেছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
ইস্কাটনে মায়ের সঙ্গে থাকতেন তরী। দুই বোনের মধ্যে তিনি বড়। নিহতের মা জানায়, তরী অতিরিক্ত মদ্যপান করতেন। হঠাৎ তাঁর রুমে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যরা মুগদা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)