close

News WrapGet Handpicked Stories from our editors directly to your mailbox

প্রকাশ্যে ঐশ্বর্যর প্রশংসা, কী করলেন সলমন!

'দশ কা দম'-এ শুরু হয় ওই কীর্তি

Updated: Jul 26, 2018, 05:10 PM IST
প্রকাশ্যে ঐশ্বর্যর প্রশংসা, কী করলেন সলমন!

নিজস্ব প্রতিবেদন : ‘দশ কা দম’-এ অনিল কাপুর হাজির হয়েছিলেন ‘ফান্নে খান’-এর প্রমোশন করতে। কিন্তু, ‘দশ কা দম’-এ সলমন খানের সামনে অনিল কাপুরের হাজিরায় কি হল জানেন?

আরও পড়ুন : অভিষেকের সঙ্গে সম্পর্কে জড়ান রানি? তাতেই রেগে যান ঐশ্বর্য!

অনিল কাপুর যখন ‘দশ কা দম’-এর সেটে হাজির হন, সেই সময় ‘ফান্নে খান’ নিয়ে আলোচনা শুরু হয়। ‘ফান্নে খান’-এ ঐশ্বর্যর ভূমিকা কী এবং কতটা তা নিয়ে আলোচনা করতেই রাই-এর নাম উঠে আসে। যা শুনে সলমন ‘হুম’ বলেন। কিন্তু, দর্শকদের চিত্কারে হেসে ফেলেন সলমন খান। আর সলমনের ওই অভিব্যক্তি ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল সাইটে। দেখুন সেই ভিডিও...

 

 

এদিকে সলমন খান নাকি ঐশ্বর্যকে মারধর করেছেন। সলমনের সঙ্গে সম্পর্ক যেন তাঁর কাছে দুঃস্বপ্নের মত ছিল। বলিউড ‘ভাইজান’-এর সঙ্গে বিচ্ছেদের পর সংবাদমাধ্যমের সামনে এমনই মন্তব্য করেন ঐশ্বর্য। যা নিয়ে ওই সময় জোর জল্পনা শুরু হয়। কিন্তু, ঐশ্বর্য রাই-এর অভিযোগ নিয়ে সলমনকে কখনও মুখ খুলতে দেখা যায়নি।