Kabir Suman Biopic | Anirban Bhattacharya: তাঁর নামেই গানওলার সিলমোহর! 'কবীর সুমন আমার অক্সিজেন', বলছেন অনির্বাণ...

Anirban Bhattacharya | Srijit Mukherji: 'তোমাকে চাই'কে কেন্দ্র করে তৈরি হবে ছবি। প্রশ্ন উঠছে কাকে দেখা যাবে সুমনের চরিত্রে? সৃজিত কারোর নাম না নিলেও কবীর সুমন নিজের চরিত্রে পর্দায় দেখতে চান অনির্বাণ ভট্টাচার্যকে। একথা শুনে শিহরিত অভিনেতা। 'আমার যতটুকু গানবাজনা ও ইদানিংকালে যে গান লেখালেখি, তাঁর নেপথ্যে কবীর সুমন একটা বড় অংশ', বললেন অনির্বাণ।

সৌমিতা মুখার্জি | Updated By: Mar 18, 2025, 09:26 PM IST
Kabir Suman Biopic | Anirban Bhattacharya: তাঁর নামেই গানওলার সিলমোহর! 'কবীর সুমন আমার অক্সিজেন', বলছেন অনির্বাণ...

সৌমিতা মুখোপাধ্যায়: ভাঙাচোরা দিনকালের মাঝেই বাঙালি পেল সুমনের (Kabir Suman) 'তোমাকে চাই' (Tomake Chai)। পঙক্তির আবডালে থেকে গেল রাজনীতি, সংগীতের সন্ধান, প্রেম, প্রেম ভাঙার যন্ত্রণা আর এই শহর কলকাতা। নাগরিক কবিয়াল কথায় কথায় সে গল্প করেন তাঁর অনুষ্ঠানে। তবে সেই কথা জুড়ে চিত্রনাট্য কেউ তৈরি করেননি। করার পরিকল্পনা নিলেন সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji)। জাতিস্মর গানটির ভিতর তিনি যেমন আবিষ্কার করেছিলেন আশ্চর্য এক গল্প। অনেকটা সেভাবেই যেন তোমাকে চাই-এর সুমনকেই এবার গল্পে রূপান্তরিত করছেন তিনি। 

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

সোমবার আচমকাই এই নিয়ে কথা শুরু হলে কবীর সুমন জানান যে  অনেকদিন ধরেই এই ছবির পরিকল্পনা করছেন পরিচালক। তবে নতুন করে কোনও কথা হয়নি। তবে 'বড় ছেলে'র উপরেই আস্থা রেখেছেন কবীর। এবিষয়ে তাঁর কোনও আপত্তি নেই। 'তোমাকে চাই'কে কেন্দ্র করে তৈরি হবে ছবি, সে ছবিতে যে কবীর সুমনেরই গান থাকবে, তা আর বলার অপেক্ষা রাখে না। তবে প্রশ্ন উঠছে কাকে দেখা যাবে সুমনের চরিত্রে? সৃজিত কারোর নাম না নিলেও কবীর সুমন নিজের চরিত্রে পর্দায় দেখতে চান অনির্বাণ ভট্টাচার্যকে (Anirban Bhattacharya)। একথা শুনে কী বলছেন অনির্বাণ?

আরও পড়ুন- Kabir Suman: সৃজিতের হাত ধরে পর্দায় 'নাগরিক কবিয়াল', 'কবীর' কি অনির্বাণ?

ছবি কবে হবে বা কে করবে, এবিষয়ে কোনও মন্তব্য করতে চাননি অনির্বাণ। তবে কবীর সুমন তাঁর মধ্যে দিয়ে পর্দায় নিজেকে দেখতে চান শুনে শিহরিত অভিনেতা। জি ২৪ ঘণ্টা ডিজিটালের তরফে অনির্বাণের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, 'এটা আমার কাছে দারুণ খবর। কবীর সুমনের মতো প্রফেট আমাকে দেখতে চান বলছেন, এটা আমার কাছে বিশাল ব্যাপার। আমি তো ওঁর বিরাট ফ্যান। অভিনেতা হিসাবে এটা আমার কাছে বিশাল প্রাপ্তি। উনি আমার কাজ দেখেছেন এবং বলেছেন যে উনি আমায় পছন্দ করেন, এটা আমার কাছে অনেক। আমার জীবনে কবীর সুমন হলেন প্রতিদিন। কবীর সুমন আমার অক্সিজেন। এমন কোনও দিন যায় না যে আমি ওঁর গান শুনি না। আমার যতটুকু গানবাজনা ও ইদানীংকালে যে গান লেখালেখি, তাঁর নেপথ্যে কবীর সুমন একটা বড় অংশ জুড়ে রয়েছেন। তাঁর মুখ থেকে আমার কাজের প্রশংসা নিঃসৃত হয়েছে, আমি যারপরনাই খুশি'। 

আরও পড়ুন- Alka Yagnik on Osama Bin Laden : 'লাদেন যেরকমই হোক! ওর মধ্যে একটা শিল্পী ছিল..'

বাঙালির কাছে ছিল 'তোমাকে চাই'। তাতে যেমন সুমনের গল্প মিশে, তেমন প্রতি বাঙালির নিজস্ব গল্পও। অতএব তোমাকে চাইয়ের মাত্রা প্রসারিত হতেই পারে। সিনেমাই হয়ে উঠতে পারে সেই আদর্শ মাধ্যম। সৃজিত মুখোপাধ্যায় হাঁটলেন সে পথেই। বায়োপিক বা তথ্যচিত্র নয়। বলা যায়, গল্পের ভিতর নতুন গল্পের ঘর খোঁজা এই 'তোমাকে চাই'। সৃজিতের সৃজনে দর্শক নতুন করে পাবে চেনা 'তোমাকে চাই'। হয়তো অচেনার খোঁজও মিলবে। যাই হোক না কেন, বাঙালির প্রাপ্তির ভাঁড়ার শূন্য হবে না।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.