Azmeri Haque Badhon: 'আমি ভুল স্বীকার করি, কোনও অনুশোচনা নেই...'
Bangladeshi actress: অনেকদিন ধরেই অধরা বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। একসময় পথে নেমে আন্দোলন করতে দেখা গিয়েছে তাঁকে। তবে বেশ কয়েকদিন তাঁর দেখা নেই। কোথায় গেলেন নায়িকা? রব উঠতেই সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী লেখেন, 'এখনও এখানেই আছি'।

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জুলাই আন্দোলনে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে রাজপথেও সরব ছিলেন এই অভিনেত্রী আজমেরী হক বাঁধন (Azmeri Haque Badhon)। নতুন উপদেষ্টা আসার রাত জেগে ডাকাতের থেকে বাঁচাতে পাহারা দিতেও দেখা গিয়েছিল তাঁকে। কিন্তু এরপর মাস কয়েক নিজেকে আড়াল করে নিয়েছিলেন। বেশ অনেক দিন ধরেই খোঁজ নেই আজমেরী হক বাঁধনের। তবে বাংলা নববর্ষের দিন ফিরলেন তিনি।
আরও পড়ুন- Sheikh Hasina: 'যদি আগুন নিয়ে খেলেন, সেই আগুন আপনাকেও পোড়াবে', ইউনূসকে কড়া বার্তা হাসিনার...
শুধু কোনও ইভেন্টেই তিনি অনুপস্থিত নন, বরং সোশ্যাল মিডিয়াতেও ছিল না কোনও আনাগোনা। সামাজিক মাধ্যমে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বাঁধন বললেন, সোশ্যাল মিডিয়া দূরে থেকে থাকায় শান্তিতে ছিলেন তিনি। ফেসবুক পোস্টে বাঁধন লেখেন, ‘হ্যালো, পৃথিবী! শুভ নববর্ষ! আমি এখনো এখানেই আছি। এখনো আমার মায়ের বাড়িতেই থাকি, আমার বাবার গাড়ি চালাই। বাইরে জীবন সহজ, কিন্তু ভেতরে নীরবে ভাঙাগড়া চলে। আমি কিছুদিনের জন্য সোশ্যাল মিডিয়া থেকে সরে এসেছিলাম এবং সত্যি বলতে, আমার কাছে তা শান্তির।’
ভুল স্বীকার করা এবং নিজের বেড়ে ওঠাকে সম্মান করেন জানিয়ে তিনি লেখেন, ‘আমার নিজস্ব একটি মন আছে। আমি যে পথে হেঁটেছি, তা সহজ ছিল না, তবে এটি একান্তই আমার। আমি আমার ভুলগুলো স্বীকার করি এবং আমার এই বেড়ে ওঠাকে সম্মান করি। আমার প্রতিটি সাফল্য নিজে অর্জন করেছি। অন্যের মন্তব্য আমাকে বিচলিত করে না। আমি জানি আমি কে এবং এখানে পৌঁছানোর জন্য কী করেছি।’
সবশেষে বাঁধন লেখেন, ‘কোনও অনুশোচনা নেই। প্রতিটি অভিজ্ঞতা একটি শিক্ষা। প্রতিটি পদক্ষেপ গল্পের অংশ, যা আজকের আমাকে তৈরি করেছে। সামনেও এই দৃঢ়তা নিয়ে এগিয়ে যাব।’ বোঝাই যাচ্ছে, নিজের সিদ্ধান্ত নিয়েই তিনি বিচলিত ছিলেন। শুধু বাংলাদেশেই নয়, টলিউড ও বলিউডেও অভিনয় করেছেন তিনি। তাঁর জনপ্রিয়তা দুই বাংলাতেই সমান।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)