Singer Bappa Mazumder: জলের গানের রাহুলের বাড়ি পুড়েছিল আগেই, এবার ইউনূসের বাংলাদেশে আগুন বাপ্পার বাসায়...

Singer Bappa Mazumder House: আচমকাই ভোরবেলা বাপ্পা মজুমদারের বাড়িতে আগুন।  শিল্পী জানান, স্ত্রী সন্তান নিয়ে পাশের বাড়িতে আশ্রয় নিয়েছেন। অগ্নিকাণ্ডের কারণ কী? কোথা থেকে লাগল আগুন? উঠছে প্রশ্ন। 

রজত মণ্ডল | Updated By: May 22, 2025, 08:16 PM IST
Singer Bappa Mazumder: জলের গানের রাহুলের বাড়ি পুড়েছিল আগেই, এবার ইউনূসের বাংলাদেশে আগুন বাপ্পার বাসায়...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দুই বাংলাতেই জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদার (Bappa Mazumder)। এবার তাঁর ঢাকার বনানীর বাসভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শিল্পী জানান, তবে স্ত্রী-সন্তান নিয়ে সুস্থই আছেন তিনি। কারও কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পাশের বাড়িতে আশ্রয় নিয়েছেন। তবে এই অগ্নিকাণ্ড ঘিরে তৈরি হয়েছে রহস্য। 

আরও পড়ুন- Aishwarya Rai Bachchan in Cannes 2025: কানের কার্পেট ঐশ্বর্যের সিঁদুরে লাল! বিশ্বমঞ্চে ভারতীয় সেনার সপাট স্টেটমেন্ট...

বৃহস্পতিবার (২২ মে) বাপ্পা মজুমদার সংবাদমাধ্যমকে জানান, ভোর ৫টার দিকে বাড়ির নিচতলা থেকে আগুনের সূত্রপাত ঘটে। তিনি আরও জানান, ইন্টারকমে ফোন পেয়ে বাড়ি থেকে বের হওয়ার সময় দেখেন চারদিকে ধোঁয়ায় ছেয়ে গেছে। আগুনের আঁচ এসে মুখে লাগে। ঘাবড়ে গিয়ে পরিবারের সদস্যদের নিয়ে কিছুক্ষণ বারান্দায় দাঁড়িয়ে ছিলেন। কী করবেন, তখন বুঝে উঠতে পারেননি। সেই সময় পাশেই থাকা এক গীতিকারের সঙ্গে যোগাযোগ করলে তিনি এলে তাঁর সাহায্যে স্ত্রী তানিয়া হোসাইন ও দুই কন্যাসন্তান নিয়ে বাড়ি থেকে বের হন বাপ্পা।

বাপ্পা মজুমদার সংবাদমাধ্যমকে বলেন, “অনেক বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেলাম। ফায়ার সার্ভিস দ্রুত চলে আসায় আগুন বাড়তে পারেনি। নইলে কী যে হতো ভাবলেই ট্রমাটাইজ হয়ে যাচ্ছি। সবাই এখনও ট্রমায় আছে। এই ট্রমা থেকে বের হতে সময় লাগবে।”

বাপ্পা মজুমদার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে লিখেছেন, “আমাদের বিল্ডিংয়ে আগুন লাগার ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছি, আমরা সবাই নিরাপদে আছি। বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে অশেষ ধন্যবাদ, তারা দ্রুত পদক্ষেপ না নিলে কী যে হয়ে যেত, ভাবতেই শিউরে উঠছি! একটি বিভীষিকাময় অভিজ্ঞতা, এখনও ভাবতে কষ্ট হচ্ছে।”

আরও পড়ুন- Kajol in Dakshineswar: 'কলকাতায় এলেই মনে হয়, মায়ের বাড়ি এলাম', ছবির প্রচার শুরুর আগে দক্ষিণেশ্বরে কাজল...

বাপ্পা মজুমদারের বাড়িতে অগ্নিকাণ্ডের কারণ কী? কোথা থেকে লাগল আগুন? তার উত্তর পাওয়া যায়নি। এই ঘটনার পরেই জলের গানের রাহুল আনন্দের বাড়ির কিছু অংশে আগুন লেগে যাওয়ার ঘটনাও তুলে আনেন নেটিজেনরা। তাহলে কী রাহুলের মতোই বাপ্পার বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে? উঠছে প্রশ্ন। 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.