Amaal Malik: 'অকর্মণ্য! রাতদিন খোঁটা দেয় বাবা-মা', বিস্ফোরক আরমান মালিক নিলেন কঠিন সিদ্ধান্ত....
Armaan Malik Brother: যদিও এই পোস্ট কিছুক্ষণের মধ্যেই সরিয়ে দেন অমাল। পরে লেখেন, 'পরিবারকে প্লিজ হেনস্থা করবেন না। কোনও চটুল হেডলাইন না করলেই খুশি হব। আমার জীবনের অত্যন্ত কঠিন সময়। সবটা ঠিক করার চেষ্টা করছি। তবে আরমানের সঙ্গে সম্পর্ক ঠিক আছে।'

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কখনও কারও ভাইপো, কখনও কারও সন্তান তো কখনও কারও ভাই। নিজের অস্তিত্বকে সামনে তুলে ধরতে গেলেই বার বার এসবের মুখোমুখি হয়েছেন অমাল মল্লিক (Amaal Malik)। ভাই আরমান মল্লিকের (Armaan Malik) সঙ্গে খারাপ হয়েছে সম্পর্ক। আর এই কারণেই ক্রমশ বাড়তে থাকে অবসাদ ৷ অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত ৷ প্রকাশ্যেই জানালেন, দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছেন তিনি। এমনকী চিকিত্সাও করাতে হয়েছে।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News
এসবের কারণ হিসাবে আঙুল তুলেছেন বাবা-মার দিকে। তাই পরিবারের সঙ্গে আর কোনও সম্পর্ক রাখতে চান না অমাল। পরিবারকে ছেড়ে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিলেন তিনি। এদিন সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্টে নিজের মনে কথা জানান অমাল। তিনি লেখেন, 'আমি এবং আমার ভাইয়ের গায়কীর দক্ষতার কারণ XYZ-এর ভাগ্নে বা ছেলে। এই পরিচিতিকে আজ আমরা যেই হই না কেন, বদলে দিয়েছি! কিন্তু আমার বাবা-মায়ের কারণে আমি আর ভাইয়ের মধ্যে আজ যোজন দূরত্ব। আজ আমি যেখানে এসে পৌঁছেছি, তার পর আমার যন্ত্রণার কথা না-বলে আর চুপ করে থাকতে পারছি না।'
অমাল আরও লেখেন, 'বিগত কয়েক বছর ধরে তাঁরা আমার থেকে সবরকম সুযোগ-সুবিধা উপভোগ করেছেন। কিন্তু পরিবর্তে আমার সমস্ত বন্ধুত্ব, সম্পর্কের সঙ্গে আমার দূরত্ব তৈরি করে দিয়েছেন। জীবনের প্রতিটা স্বপ্ন বাদ দিয়েছি ৷ তারপরেও শুধু আমাকে নিয়েই নিন্দা এবং কী করেছি তা নিয়ে প্রশ্ন তোলা। রক্ত-ঘাম ঝড়িয়ে ১২৬ টা গান তৈরি করেছি। তবুও অকর্মণ্য। পরিবারের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করতে বাধ্য হচ্ছি।সব থেকে বড় বিষয়টি হল এই যে চিকিৎসক জানিয়েছেন আমি অবসাদগ্রস্ত।' প্রসঙ্গত, অমাল মল্লিক ডাবু মল্লিক এবং জ্যোতি মল্লিকের ছেলে এবং গায়ক আরমান মল্লিকের বড় ভাই। বলিউডের বিখ্যাত মিউজিক ডিরেক্টর অনু মালিকের পরিবারের সন্তান তিনি।
আরও পড়ুন, Vikram Bhatt: 'যৌনসুখের জন্য নতুন সম্পর্কে জড়াননি আমির, এর পিছনে অন্য কারণ...'
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)