Jaipur: 'দানায় দানায় কেশর', ভুল তথ্য! আইনি সমস্যায় শাহরুখ-সহ অজয় ও টাইগার...
Shah Rukh Khan | Ajay Devgn | Tiger Shroff: ‘দানে দানে মে কেশর’ ট্যাগ লাইন বিভ্রান্তিকর বলে দাবি ৩ অভিনেতাকে নোটিস জয়পুর আদালতের। ১৯ তারিখ আদালতে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে।

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পানমশলার বিজ্ঞাপনের জেরে আইনি সমস্যায় শাহরুখ। আইনি জটিলতায় শাহরুখ-সহ অজয় ও টাইগার! জয়পুর আদালতের পক্ষ থেকে ৩ জনকে নোটিস পাঠানো হয়েছে। বিজ্ঞাপনে দেখানো হয় পানমশলায় কেশর রয়েছে সেই দাবি বিভ্রান্তিকর বলে মামলা দায়ের করা হয়। জয়পুরের বাসিন্দা যোগেন্দ্র সিং বাদিয়ালের মামলায় বলা হয়েছে ‘দানে দানে মে কেশর’ ট্যাগ লাইন বিভ্রান্তিকর বলে দাবি ৩ অভিনেতাকে নোটিস জয়পুর আদালতের।
আরও পড়ুন: KBC-কে বিদায় অমিতাভের! নতুন সঞ্চালকের দৌড়ে শাহরুখ-ঐশ্বর্য-ধোনি...
এই অর্ডারটি ইস্যু করেছেন The District Consumer Disputes Redressal Commission-এর চেয়ারম্যান গ্যায়ারসিলালা মিনা। মার্চের ১৯ তারিখ আদালতে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে। সর্বভারতীয় সংবাদসংস্থাকে জয়পুরের অ্যাডভোকেট যোগেন্দ্র সিং বাদিয়াল জানান, 'অভিনেতারা মানুষকে ভুল পথে পরিচালিত করছেন। বিমালের প্রতি দানায় কেশর রয়েছে সেটি একদমই ভুল কথা।'
তিনি আরও জানান, 'আসল সত্যি হল বাজারে কেশরের দাম চার লক্ষ টাকা প্রতি কেজি। সেখানে গুটকার দাম মাত্র ৫ টাকা। কেশর কী তার গন্ধও আসবেনা।' যোগেন্দ্র সিং কনজিউমার প্রোটেকশন আইনের অধীনে মোট দুটি মামলা দায়ের করেন। সেকশন ৩৫ এবং সেকশন ৮৯। যোগেন্দ্র সিং বাদিয়ালের পেটিশানে উল্লেখ্য করেছেন, 'দানে দানে মে হে কেশার কা দাম' সেই ট্যাগ লাইনের উপর নির্ভর করেই কোম্পানি কোটি টাকার ব্যবসা করছে। পাশাপাশি এটি স্বাস্থ্যের জন্য খুব ক্ষতিকারক।'
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)