Delnaaz Irani: 'যখন একটা সম্পর্কে শ্রদ্ধা থাকে না, তখন...!', বললেন 'কাল হো না হো'-র জনপ্রিয় নায়িকা
Delnaaz Irani: দেলনাজ ইরানি তাঁর প্রাক্তন স্বামীর সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন, তিনি বললেন সম্পর্কে অশান্তি সৃষ্টি হলে, সুখে না থাকতে পারলে সেখান থেকে বেরিয়ে যাওয়াই ভালো। তাঁর সঙ্গে কেন প্রাক্তনের বিচ্ছেদ হয়েছিল তাও জানালেন তিনি।

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দেলনাজ ইরানি 'কাল হো না হো' ছবির চরিত্রের জন্য সর্বাধিক পরিচিতি লাভ করেন। 'কাল হো না হো' ছবির এই জনপ্রিয় নায়িকা এবার তাঁর সঙ্গে অভিনেতা রাজীব পালের প্রাক্তন বিয়ে নিয়ে মুখ খুলেছেন। এখানে বলে রাখা ভালো, তাঁদের দুজনের বিয়ে হয়েছিল ১৯৯৮ সালে এবং ২০১০ সালে বিচ্ছেদ ঘটে। তাঁরা ২০১২ সালে আলুষ্ঠানিকভাবে তাঁদের বিচ্ছেদের কথা জানান।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News
একটি জনপ্রিয় টিভি শো'তে দেলনাজ ইরানি যান এবং ঘটনাচক্রে কথপোকথোনের সময় উঠে আসে তাঁর সঙ্গে রাজীব পালের সম্পর্ক কেন ভেঙেছিল সে কথাও। সেখানে নায়িকা অকপটে জানান অনেক কিছুই যার বেশিরভাগটাই তাঁর অনুরাগীদের অজানা। এই তথ্যই এখন নেটপাড়ায় ফেলেছে তুমুল ঝড়।
দেলনাজ ইরানি বলেছেন, 'আমি বিচ্ছেদের পথে হাঁটার আগেই বিয়ে থেকেই সরে এসেছিলাম। তখন রাজীব বারবার আমাদের বিয়েটাকে অস্বীকার করেছে এমনকি সেও আমার থেকে আলাদা হয়ে গেছে। সে এসব কথা কখনই সবার সামনে বলেনি এবং বলতেও চান না। এত কিছুর পরে আমার আর ওর ওপর কোনও শ্রদ্ধা নেই এবং বলা ভালো ভালোবাসাও নেই। আমার মনে হয় সম্পর্কের মধ্যে শ্রদ্ধা থাকাটা খুবই জরুরী। যখন একটা সম্পর্কে শ্রদ্ধা থাকে না, তখন আলাদা হয়ে যাওয়াই ভালো।'
আরও পড়ুন- Kabir Suman: সৃজিতের হাত ধরে পর্দায় 'নাগরিক কবিয়াল', 'কবীর' কি অনির্বাণ?
অভিনেত্রী আরও বলেন, 'কিছু কিছু মানুষ আছেন যাঁরা সুখ না পেলেও, সবসময় অশান্তির মধ্যে থাকলেও তাঁরা বিবাহিত জীবনে থাকতে খুবই পছন্দ করেন। কিন্তু আমরা কেন নিজেদের মিথ্যে কথা বলব! আমি চাইনি এমন কোনও জীবন যেখানে মিথ্যের পরিমাণই প্রচুর। অনেকেই বলেন আমাদের যদি একটা সন্তান থাকতো তাহলে আমরা কখনই ওকে ছেড়ে যেতে পারতাম না। কিন্তু আমার মতে এসব কথা পুরোপুরিভাবেই অবাস্তব।'
দেলনাজ ইরানি বলেছেন খুব অল্প বয়সেই তিনি রাজীব পালের সঙ্গে বিয়ে করেছিলেন। প্রথমে তাঁরা খুব অশান্তিতে ছিলেন,পরে তাঁদের জীবনে সুখ ফিরে আসে এবং সবকিছু ঠিক হয়ে যায়। কিন্তু তারপর সময় যতই এগিয়েছে প্রেমও ততো ফিকে হতে থেকেছে।
পুরো বিষয়টি বিস্তারিতভাবে জানাতে তিনি বলেন, 'যখন আমরা বিয়ে করি তখন আমার বয়স ছিল প্রায় ২৩ বছর বয়স এবং ওর বয়স ছিল মাত্র ২৪ বছর। তখন আমরা দুজন দুজনকে খুব ভালোবাসতাম। তখন আমাদের জীবনের ওপর দিয়ে অনেক ঝড়ঝাপটাও গেছিল। আমরা আমাদের ,সম্পর্কটা নিয়ে কোথায় যাচ্ছি আমরা তা জানতাম না।'
তিনি আরও বলেন, 'আমরা সবকিছু গুছিয়ে নিয়েছি এবং আমরা আমাদের জীবনটা নতুন করে গুছিয়েও নিয়েছি। কিন্তু তারপরও মাঝে মাঝে মনে হয় সবকিছু এলোমেলো হয়ে গেছে। আমার মনে হয়, আমার জীবনটা বিচ্ছেদের আগেই শেষ হয়ে গিয়েছিল আমার এখনও আশা আছে একদিন সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু যদি কেউ শারীরিকভাবে, মানসিকভাবে নিজেদের সম্পর্কের মধ্যে বিচ্ছিন্নতা উপলব্ধি করে তাহলে বুঝবে সব শেষ হয়ে গেছে।'
বর্তমানে দেলনাজ ইরানি কালারস টিভিতে 'মান্নাত' সিরিয়ালে চুটিয়ে অভিনয় করছেন। তাঁর শেষ ছবি ছিল জোয়া আখতারের 'দ্য আর্চিস'।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)