Dipika Kakar Health Update: ১৪ ঘণ্টার জীবনমরণ সার্জারি! প্রথম ভ্লগে এসে দীপিকা কেঁদেই বললেন...
Dipika Kakar Cancer: শোয়েবের পর এবার দীপিকা নিজেই দিলেন নিজের শারীরিক আপডেট। এক ভ্লগে কথা বলতে বলতে অভিনেত্রী আবেগপ্রবণ হয়ে পড়েন। এবং তাঁর ফ্যানেদের প্রার্থনার জন্য মন থেকে ধন্যবাদ জানিয়েছেন।

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ক্যানসারে আক্রান্ত টেলি অভিনেত্রী দীপিকা কক্কড়(Dipika Kakar)। স্টেজ ২ লিভার ক্যানসার(Liver Cancer) ধরা পড়েছিল অভিনেত্রীর। সম্প্রতি ১৪ ঘণ্টা ধরে অস্ত্রোপচার হয়েছে। ফলে তিনদিন অভিনেত্রীকে আইসিইউ-তে রাখা হয়। দীপিকার শারিরীক অবস্থার আপডেট তাঁর স্বামী শোয়েব ইব্রাহিম নিজের সোশ্যাল মিডিয়ায় জানিয়ে এসেছেন।
এখন কেমন আছেন দীপিকা?
অভিনেতা তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে হাসপাতালের বিছানা থেকে দীপিকার ছবি শেয়ার করেন। শোয়েব জানিয়েছেন, দীপিকা আইসিইউ থেকে বেরিয়ে এসেছেন। এবার অভিনেত্রী নিজেই একটি ভ্লগের মাধ্যমে নিজের আপডেট অনুরাগীদের দিলেন।
দীপিকা নিজেই আপডেট দিলেন:
অভিনেত্রী নিজের আপডেট দেওয়ার সময় প্রচণ্ড আবেগপ্রবণ হয়ে পড়েন। ভ্লগে তিনি জানিয়েছেন যে ব্যথা থেকে সেরে উঠছেন এবং সবার ভালোবাসা ও সমর্থনের জন্য কৃতজ্ঞ। ভিডিয়োতে দীপিকা বলেন, 'এইসময় এইটুকুই বলতে চাই যে আপনারা সবাই প্রার্থনা করেছেন, তার জন্য মন থেকে ধন্যবাদ। হাসপাতালের স্টাফ, নার্স, অন্য়ান্য জায়গা থেকে লোক এসে আমাকে বলে গিয়েছে ম্যাম আপনি তাড়াতাড়ি ঠিক হয়ে যান। অন্য রোগীর বাড়ির লোকও আমার জন্য প্রার্থনা করেছেন।'
দীপিকা আরও বলেন, 'আমি এখন অনেক ভালো আছি। অনেক তাড়াতাড়ি সেরে উঠছি আমি।' অভিনেত্রী আরও জানিয়েছেন, অস্ত্রোপচারের পর তিনি কষ্টে ছিলেন। যখন যখন তাঁর কাশি হয়েছে, তখন সেলাইয়ে যন্ত্রণা হয়েছে।
দীপিকার ১৪ ঘণ্টার অস্ত্রোপচার
দীপিকার ১৪ ঘণ্টার অপারেশন সম্পর্কে শোয়েব তাঁর ভ্লগে জানিয়েছেন। অভিনেতা জানানয়, দীপিকার পিত্তথলি এবং তার লিভারের একটি ছোট অংশ কেটে বাদ দেওয়া হয়েছে। অভিনেতা বলেন, 'তার টিউমারটি বের করা হয়েছে। পাথরের কারণে অস্ত্রোপচারের পর পিত্তথলিও বের করা হয়েছে। লিভারে টিউমার হওয়ার কারণে, এর কিছু অংশ, অর্থাৎ সামান্য অংশও কেটে ফেলা হয়েছে। লিভার বা যকৃত্ এমন একটি অঙ্গ যা আবার তৈরি হয় মানবদেহে, তাই এটি নিয়ে চিন্তা করার কিছু নেই।'
আরও পড়ুন:West Bengal Bus Service: গণ পরিবহনে বড় খবর! বাতিল হচ্ছে না ১৫ বছরের পুরনো বাস, কিন্তু...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)