জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কোজাগরী লক্ষ্মীপুজো এলেই বাঙালি মণ্ডপে মণ্ডপে দেবীর আরাধনায় মাতে। কিন্তু এবার পুজোর দিন সোশ্যাল মিডিয়ায় যে 'লক্ষ্মী'-কে দেখা গেল, তা নিয়ে তুমুল চর্চা শুরু হয়েছে। কারণ, এ কোনও প্রতিমা নয়, এ হল মেকআপের জাদুতে জীবন্ত হয়ে ওঠা দেবী লক্ষ্মী।
Add Zee News as a Preferred Source
আরও পড়ুন: Laxmi Puja 2025: লক্ষ্মীর আরাধনায় মুখরিত পিটারবোরো! দক্ষিণ গ্রোভ কমিউনিটি সেন্টারে মিলন ক্ষেত্র

বরাবরই অভিনব মেকআপে নিজের প্রতিভার ছাপ রেখেছেন সেলিব্রিটি মেকআপ আর্টিস্ট পঙ্কজ বিশ্বাস। গত বছর তাঁর সৃষ্ট 'করুণাময়ী মা কালী' রূপটি চমক তৈরি করেছিল। আর এবারে তাঁর আরও বড় চমকে অঙ্কিতা অধিকারীকে মা লক্ষ্মীর সাজে সাজিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে।
পঙ্কজ বিশ্বাসের নিপুণ তুলির টানে মডেল অঙ্কিতা অধিকারী যেন সাক্ষাৎ দেবী লক্ষ্মীর রূপে মূর্ত হয়ে উঠেছেন। গয়না, সাজসজ্জা এবং মেকআপের নিখুঁত ফিনিশিং দেখে মুগ্ধ নেটিজেনরা। এই বিশেষ ফটোশ্যুটের ফটোগ্রাফির দায়িত্বে ছিলেন রনজয় ও অনির্বান। শিল্পীর এই অসাধারণ কাজে তাঁকে সাহায্য করেছে তাঁর টিম, যেখানে ছিলেন জয়তি বিশ্বাস, মালা মুখার্জি, রঞ্জিতা মল্লিক, রিনিশা মুখার্জি, সুদীপ্তা হালদার, পূজা বিশ্বাস এবং মুনমুন চক্রবর্তী।
বহু প্রথম সারির মেকআপ কোম্পানির মুখ হিসেবে কাজ করেছেন পঙ্কজ। শুধু তাই নয়, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির বহু বড় প্রোজেক্টের সঙ্গেও তিনি যুক্ত। তাঁর মেকআপ ইনস্টিটিউট "পঙ্কজ মেকআপ একাডেমি" থেকে প্রতি বছর ৩০০ থেকে ৪০০ ছাত্রছাত্রী পাশ করে এই শিল্প জগতে কাজ করছে।
আরও পড়ুন: Kojagori Lakshmi Puja 2025: ৬ না, ৭ অক্টোবর কবে কোজাগরী ...
নিজের মেকআপের মাধ্যমে পঙ্কজ বিশ্বাস বারবার প্রমাণ করেছেন, শিল্পীর কাছে মানুষের মুখও ক্যানভাসের মতো। এই জীবন্ত লক্ষ্মীরূপটিও তাঁর সেই অসাধারণ প্রতিভারই আরও এক স্বাক্ষর রাখল।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)