Ranya Rao: সোনা পাচারে মেয়েকে সাহায্য! রান্যার ডিজিপি বাবার বিরুদ্ধে বড়সড় অভিযোগ...
Ranya Rao's DGP father is now under scanner: কর্নাটকের ডিজিপি কে রামচন্দ্র রাওয়ের সৎমেয়ে রান্যা। তিনি যদিও দাবি করেছেন যে, মেয়ের সঙ্গে তাঁর কোনও যোগাযোগ নেই।

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অভিনেত্রী মেয়েকে সোনা পাচারে সাহায্য? পুলিসের স্টিকার দেওয়া গাড়ি ব্যবহার করেই কি বিমানবন্দরের সিকিওরিটির চোখ এড়ানো? এয়ারপোর্ট প্রোটোকলকে কীভাবে ফাঁকি দিয়ে, বাবা পুলিসে থাকার সুবিধা কীভাবে 'অপব্যবহার' করেন সোনা পাচারের 'রানি' রান্যা? তা জানতেই এবার তদন্তকারীদের আতস কাঁচের তলায় রান্যার পুলিস-বাবা।
কর্নাটকের ডিজিপি কে রামচন্দ্র রাওয়ের সৎমেয়ে রান্যা। তিনি যদিও দাবি করেছেন যে, মেয়ের সঙ্গে তাঁর কোনও যোগাযোগ নেই। ৪ মাস আগে বিয়ে করেন রান্যা। আর তারপর থেকেই যোগাযোগ বিচ্ছিন্ন। সেই দাবি কতটা সঠিক। সেটাই এবার খতিয়ে দেখতে চান তদন্তকারীরা। কারণ গোয়েন্দারা মনে করছেন, বাবা রাজ্যের ডিজিপি হওয়ায় খুব সহজেই সরকারি গাড়ি ব্যবহার করে সিকিওরিটির চোখ এড়ান রান্যা। তাই বেঙ্গালুরুর কেম্পেগোওদা আন্তর্জাতিক বিমানবন্দরে প্রোটোকল লঙ্ঘনে রাজ্যের ডিজিপি তথা আইপিএস বাবার ভূমিকা কী, তা খতিয়ে দেখার জন্য তদন্তের নির্দেশ দিয়েছে কর্নাটক সরকার।
পোশাকের মধ্যে লুকিয়ে দুবাই থেকে নিয়ে আসছিলেন ১৪ কেজি সোনার বার ও ৮০০ গ্রাম সোনার গয়না। সেইসময় বেঙ্গালুরু বিমানবন্দরে ধরা পড়েন তিনি। তদন্তকারীরা সন্দেহ করছেন, বড়সড় কোনও সোনা পাচার চক্রের সঙ্গে জড়িত রান্যা। বেঙ্গালুরু বিমানবন্দরের মাধ্যমেই তাদের অপারেশন চলে। রান্যার ঘন ঘন মধ্যপ্রাচ্যে যাওয়া অভিনেত্রীকে তদন্তকারীদের সন্দেহের তালিকায় নিয়ে আসে। তারপর যখন তাঁরা দেখতে পান, ১৫ দিনের মধ্যে ৪ বার দুবাই গিয়েছেন রান্যা, তখনই তাঁরা অ্যাকশন নেন।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News
তদন্তকারীরা খতিয়ে দেখছেন, এর আগে রান্যা আর কতবার সোনা পাচার করেছেন বা পাচারের চেষ্টা করেছেন। অফিসাররা মনে করছেন, লাগাতার জেরায় অভিনেত্রীর কাছ থেকে আরও অনেক তথ্য জানা যাবে। এদিকে লাগাতার জেরায় তিনি মানসিকভাবে বিধ্বস্ত, ট্রমার মধ্যে রয়েছেন বলে আদালতে জানিয়েছে সোনা পাচারকারী কন্নড় অভিনেত্রী। ইতিমধ্যে সোনা পাচারে যুক্ত থাকার অভিযোগে রান্যার এক বন্ধুও পুলিসের জালে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)