Haryana Model Murder Case: শ্যুটে গিয়ে মারধর 'বিবাহিত' প্রেমিকের! ২ দিন বাদে খাল থেকে উদ্ধার মডেলের গলাকাটা দেহ...

Model Mysterious Death: সোনিপতের খালে উদ্ধার হরিয়ানার মডেল শীতলের গলা কাটা মরদেহ। কয়েকদিন আগে শীতল নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করা হয়েছিল। তদন্তে জানা যায়, সোনিপতের খান্দা গ্রামের কাছে একটি খাল থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

Updated By: Jun 16, 2025, 03:55 PM IST
Haryana Model Murder Case: শ্যুটে গিয়ে মারধর 'বিবাহিত' প্রেমিকের! ২ দিন বাদে খাল থেকে উদ্ধার মডেলের গলাকাটা দেহ...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কয়েকদিনের ব্যবধানে একের পর এক খুন। গত সপ্তাহেই পঞ্জাবের আদেশ মেডিক্যাল ইউনিভার্সিটির পার্কিং লটে একটি গাড়ির পেছনের সিট থেকে উদ্ধার করা হয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার কমল কউরের মৃতদেহ। তার রেশ কাটতে না কাটতেই সোমবার সোনিপতের একটি খাল থেকে উদ্ধার করা হয়েছে হরিয়ানার এক মডেলের গলা কাটা মরদেহ। 

আরও পড়ুন- Aamir Khan on Operation Sindoor: 'কার্গিল যুদ্ধে ৮ দিন বাঙ্কারে ছিলাম, তারপরেও...', অপারেশন সিঁদুর নিয়ে কটাক্ষ! আক্ষেপ আমিরের...

জানা যায়, মডেলের নাম শীতল। তিনি হরিয়ানভি মিউজিক ইন্ডাস্ট্রিতে মডেল হিসেবে কাজ করতেন। কী কারণে এই নির্মম হত্যা, তা এখনো স্পষ্ট নয় এবং অভিযুক্ত পলাতক রয়েছে বলে জানানো হয়েছে পুলিসের তরফে। পুলিস জানিয়েছে, শীতল তাঁর বোন নেহার সঙ্গে পানিপাতে থাকতেন। ১৪ জুন, তিনি আহার গ্রামে একটি শুটিংয়ে গিয়েছিলেন। তিনি আর ফিরে না আসায়, তাঁর বোন ওল্ড ইন্ডাস্ট্রিয়াল পুলিস স্টেশনে নিখোঁজ ডায়েরি করেন।

বোনের অভিযোগ পেয়ে শীতলকে খুঁজতে থাকে পুলিস। তদন্ত করে পুলিশ খান্দা গ্রামের কাছে একটি খাল থেকে তাঁর দেহ উদ্ধার করে। মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কী কারণে খুন করা হল শীতলকে? অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে।

প্রসঙ্গত, গত সপ্তাহে, পঞ্জাবের আদেশ মেডিকেল ইউনিভার্সিটির পার্কিং লটে একটি গাড়ির পেছনের সিট থেকে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার কমল কউরের মৃতদেহ উদ্ধার করা হয়। গাড়িটি লুধিয়ানা নম্বর প্লেটযুক্ত ছিল এবং দুর্গন্ধ বেরোতে থাকায় স্থানীয়রা অভিযোগ জানায়। এরপর পুলিস গিয়ে মৃতদেহ উদ্ধার করে।

আরও পড়ুন- Karisma Kapoor: হানিমুনে গিয়ে করিশ্মাকে নিলামে তোলে সঞ্জয়, পরপুরুষের সঙ্গে শুতে রাজি না হতেই মারধর!

পুলিস জানিয়েছে, কমল কউর ৯ জুন বাড়ি থেকে বেরিয়ে পরিবারের লোকজনকে জানিয়েছিলেন তিনি বাঠিন্ডায় একটি প্রোমোশনাল ইভেন্টে যাচ্ছেন। তারপর থেকে আর কোনো যোগাযোগ ছিল না। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, এক ব্যক্তি সেই গাড়িটি চালাচ্ছে যেটিতে কমল কউরের মৃতদেহ পাওয়া যায়।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.