নিজস্ব প্রতিবেদন: টিভির পর্দায় যতই 'আর্দশ বৌমা' হোন না কেন বাস্তবে সেই ইমেজ থেকে বহুদিন আগেই বেরিয়ে এসেছেন। 'বিগ বস'এ যোগ দেওয়ার পর থেকে বহুবার বিতর্কে জড়িয়েছেন হিনা। কিন্তু তাই বলে কিনা গয়না চুরির অভিযোগ! হ্যাঁ এবার হিনার বিরুদ্ধে গয়না চুরির অভিযোগই এনেছেন এক জুয়েলারি ব্র্যান্ড সংস্থা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ওই জুয়েলারি সংস্থারর অভিযোগ, গত এপ্রিলে দাদাসাহেব ফালকে পুরস্কারের অনুষ্ঠানের জন্য হিনাকে তাঁরা ১২ লক্ষ টাকার গয়না পরতে দিয়েছিলেন। তবে হিনা সেই গয়না ফেরত দেননি।  তাঁদের অভিযোগ, যখন হিনাকে যখন গয়না ফেরত দেওয়ার কথা বলা হয়, তখন হিনার স্টাইলিস্ট ওই গয়না হারিয়ে ফেলেছেন। পরবর্তীকালে১৫ দিনের মধ্যে ওই গয়না ফেরত দেওয়ার দাবিতে হিনাকে নোটিস পাঠায় ওই জুয়েলারি ব্র্যান্ড। পাশাপাশি দুলক্ষ টাকা ক্ষতিপূরণেরও দাবি জানানো হয়।


আরও পড়ুন-'ভারত'-এর শ্যুটিং শুরুর আগে পুজো করলেন সলমনের ভগ্নিপতি



যদিও এই পুরো বিষয়টিই ভুল বলে দাবি জানিয়ে টুইট করেছেন হিনা।  তাঁর অভিযোগ, ''প্রথমত আমার বাড়িতে কোনও আইনি নোটিস আসেনি। আর তাছাড়া আমি ওই ফ্যাশন ব্র্যান্ডের কোনও গয়নাই পরিনি, কারণ ওইগুলি আমার পছন্দf ছিল না। পছন্দ না হওয়ার কারণেই আমি ফেরত পাঠিয়ে অন্য একটি সংস্থার গয়না পরেছিলাম। যদিও ঘটনা চক্রে ওই সংস্থার গয়নাটি আমার স্টাইলিস্ট হেমলতার সহকারী তাঁদেরকে ফেরত দিতে গিয়ে সেটা অটোতে হারিয়ে ফেলেন। যদিও ও সেই টাকা ফেরত দেওয়ার জন্য যথেষ্ট চেষ্টা চালাচ্ছেন। ইতিমধ্যেই ওনি ২.৮৬ লক্ষ টাকা ফেরত দিয়েছেন। আর আমার কাছে আইনি নোটিস পৌঁছনোর যে খবর দেখানো হচ্ছে সেটা সম্পূর্ণ ভুল। যাঁরা আমার বিরুদ্ধে গয়না নেওয়ার অভিযোগ আনছেন, তাঁদের প্রামাণ করুন যে ওটা আমি নিয়েছিলাম। আমি নিয়ে থাকলে আমাকে সই করেই নিতে হত। এই ঘটনায় আমার বদনাম হয়েছে। আমার আইনজীবী বিষয়টি দেখছে। যাঁরা আমার বিরুদ্ধে এই অভিযোগ এনেছেন তাঁদের সঙ্গে কী ঘটতে চলেছে তাঁরা এবার বুঝতে পারবেন। এবার তাঁরা আমার কাছ থেকে আইনি নোটিস পাবেন। আমি তাঁদের ক্ষমা চাইতে বাধ্য করবো। ''


আরও পড়ুন-মারাঠি 'সৈরাট'-এর সেই আর্চিকে এখন দেখলে চিনতেই পারবেন না!


এদিকে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন দাদাসাহেব ফালকে পুরস্কার অনুষ্ঠানে হিনার স্টাইলিস্ট। তিনি বলেন ''হিনা ওই গয়না পরেননি। তবে আমার সহকারী তা ফেরত দেওয়ার আগে সেটা হারিয়ে যায়। ইতিমধ্যেই আমিও এই কারণে আইনি জটিলতার মধ্যে রয়েছি। তবে বাঙ্গুর নগর থানায় অভিযোগ দায়ের হয়েছে। ''