Javed Akhtar statement: 'আয়কর হানা হবে, কেস আবার খুলবে, তাই সব চুপ', নাম না করে শাহরুখ-সলমানকে তোপ জাভেদের!

Javed Akhtar statement on bollywood Actors: সম্প্রতি ভারতে তারকাদের নানা প্রসঙ্গে সরব হওয়া প্রসঙ্গে জাভেদ আখতার বলেন মেরিল স্ট্রিপের কথা। ২০১৭ সালে গোল্ডেন গ্লোব গ্রহণের সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ভাষণ দেন এবং ব্যাখ্যা করেন কেন ভারতে তা ঘটতে পারে না।

সৌমিতা মুখার্জি | Updated By: May 12, 2025, 03:32 PM IST
Javed Akhtar statement: 'আয়কর হানা হবে, কেস আবার খুলবে, তাই সব চুপ', নাম না করে শাহরুখ-সলমানকে তোপ জাভেদের!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জাভেদ আখতার (Javed Akhtar) সেই সব তারকাদের মধ্যে পড়েন, যাঁরা নানা বিষয়ে কথা বলে থাকেন, এমনকী সরকার বিরোধীও (indian government) নানা কথা বলেন, সরকারের সমালোচনা করেন। তবে তিনি কখনই তাঁর সতীর্থদের বিরুদ্ধে অভিযোগ করেননি যে কেন তারকারা কোনও বিরোধীতা বা প্রতিবাদ করেন না। তবে এবার মেরিল স্ট্রিপের (Meryl Streep) প্রসঙ্গে টেনে বিটাউনের তারকাদের একহাত নিলেন প্রখ্যাত গীতিকার, চিত্রনাট্যকার ও কবি। 

আরও পড়ুন- Bollywood: বচ্চন পরিবারে ভাঙনের কারণ এই নায়িকার বাবা ছিলেন মেজর, খুন হন জঙ্গিদের হাতে...

জাভেদ আখতার বলেন, 'মেরিল স্ট্রিপ, মার্কিন সরকারের বিরুদ্ধে) একটি বিবৃতি দিয়েছিলেন, কিন্তু তাXর উপর কোনও আয়কর অভিযান হয়নি। এই নিরাপত্তাহীনতা আসল কারণ কি না, আমি বিতর্কে যেতে চাই না। তবে এটিই আসলে ধারণা। যদি এই ধারণা, এই সন্ত্রাস কারও হৃদয়ে থাকে, তাহলে কেউ ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট), সিবিআই (সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন), আয়কর অভিযান, কারও ফাইল আবারও খুলবে এবং কারও তদন্ত হবে, তা নিয়েই হয়তো ভীত'। 

এক ইউটিউব চ্যানেলের সাক্ষাত্‍কারে প্রবীণ চিত্রনাট্যকার, কবি এবং গীতিকার দাবি করেছেন যে চলচ্চিত্র জগতে ভিন্নমতের অনুপস্থিতি, কিন্তু চলচ্চিত্র জগতের ভিতরের নয় বরং চলচ্চিত্র জগতের বাইরে থেকে তৈরি। "তারা হয়তো চলচ্চিত্র জগতে কাজ করছে, কিন্তু তারা এই সমাজে কাজ করে, তাই না? তারা অন্যান্য সাধারণ মানুষের মতোই কাজ করছে, শুধু এই পেশায় ধুমধাম বেশি," বলেন জাভেদ আখতার।

আরও পড়ুন- Balochistan vs Pakistan: 'কেউ কলমা পড়তে বলে হিন্দুদের খুন করতে পারে না...', বিদ্রোহী বালোচনেত্রীর ওপেন চ্যালেঞ্জ পাকিস্তানকে!

উল্লেখ্য, ২০১৭ সালে, হলিউড অভিনেত্রী মেরিল স্ট্রিপ গোল্ডেন গ্লোব নিতে মঞ্চে উঠে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে তীব্র আক্রমণাত্মক বক্তৃতা দেন। তিনি বলেন, 'প্রচারের সময় একজন প্রতিবন্ধীর অনুকরণ করেন ট্রাম্প, যা দেখে তিনি খুবই দুঃখিত।  কারণ এটি খুবই খারাপ। এটি সেই মুহূর্ত ছিল যখন আমাদের দেশের সবচেয়ে সম্মানিত আসনে বসতে চাওয়া ব্যক্তি একজন প্রতিবন্ধী প্রতিবেদকের অনুকরণ করেছিলেন'। ডোনাল্ড ট্রাম্প তাঁর প্রচারের সময় নিউ ইয়র্ক টাইমসের রিপোর্টার সার্জ কোভালেস্কিকে উপহাস করেছিলেন, সেই রিপোর্টারেরর শারীরিক প্রতিবন্ধতা নিয়ে উপহাস করেছিল। ট্রাম্প পরে অস্বীকার করেছিলেন যে তিনি প্রতিবেদককে অনুকরণ করছেন।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.