Smriti Irani: কিঁউ কি সাস ভি কভি বহু থি-- বড় চমকে স্মৃতির কামব্যাক! প্রথমবার সিরিয়ালে নামছেন এই মেগাস্টার...

Kyunki Saas Bhi Kabhi Bahu Thi: এই প্রথমবার টিভির পর্দায় আসতে চলেছেন জিতেন্দ্র। হিন্দি ধারাবাহিক 'কিঁউ কি সাস ভি কাভি বহু থি'-এর হাত ধরে পর্দায় আসতে চলেছেন এই বর্ষীয়ান অভিনেতা। 

রজত মণ্ডল | Updated By: Jun 13, 2025, 05:08 PM IST
Smriti Irani: কিঁউ কি সাস ভি কভি বহু থি-- বড় চমকে স্মৃতির কামব্যাক! প্রথমবার সিরিয়ালে নামছেন এই মেগাস্টার...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এই প্রথমবার টিভির পর্দায় আসতে চলেছেন জিতেন্দ্র (Jeetendra)। কাল্ট ক্লাসিক হিন্দি ধারাবাহিক 'কিঁউ কি সাস ভি কাভি বহু থি' (Kyunki Saas Bhi Kabhi Bahu Thi) -এর হাত ধরে তিনি পর্দায় আসতে চলেছেন। এনেকদিন পর এই ধারাবাহিক আবারও ফিরতে চলেছে ছোটপর্দায়। আর এই ধারাবাহিকের হাত ধরেই বহু বছর পর স্মৃতি ইরানি (Smriti Irani), রাজনীতির মঞ্চ থেকে বেরিয়ে আবারও ধরা দেবেন রূপোলি পর্দায়। 

আরও পড়ুন: Ahmedabad Plane Crash: 'ভাবতে পারছি না যে তুই আর নেই...', আমদাবাদ বিমান দুর্ঘটনায় বন্ধুকে হারিয়ে শোকে পাথর অভিনেত্রী পায়েল...

এই কাল্ট ক্লাসিক হিন্দি ধারাবাহিকে অপেক্ষা করছে প্রচুর চমক! মিহির (Mihir) আর তুলসী (Tulsi) এই দুই চরিত্র যেমন এই ধারাবাহিকের মূল আকর্ষণ, তেমনি একতা কাপুর (Ekta Kapoor) আরও এক নতুন চমক দেবেন নিজের অনুরাগীদের। 

সবথেকে বড় চমক এই ধারাবাহিকে অভিনয় করতে চলেছেন বর্ষীয়ান অভিনেতা জিতেন্দ্র। শোনা যাচ্ছে, এই ছবিতে বাবা-মেয়ের মিষ্টি রসায়ন দেখতে চলেছেন দর্শকরা। অনেকেরই মনে প্রশ্ন একতার প্রযোজিত ধারাবাহিকে কি বর্ষীয়ান অভিনেতাকে দেখা যাবে? এই প্রশ্নের অবসান যদিও এখনও ঘটেনি। কোন চরিত্রে দেখা যাবে জিতেন্দ্রকে এখন সেটাই দেখার। 

শোনা যাচ্ছে, একটা ক্যামিও চরিত্রে দেখা যাবে এই বর্ষীয়মান অভিনেতাকে। যদি এই তথ্য সত্যি হয়, তবে এই খবর দর্শকদের জন্য উপরি পাওনা হতে চলেছে। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে টেলিভিশনের পর্দার সেই ম্যাগনাম ওপাস ‘কিঁউ কি সাস ভি কভি বহু থি ধারাবাহিকের শুটিং। 

আরও পড়ুন: Kamal Kaur Bhabhi: শেষ পোস্টে প্রেমহীনতা-সন্দেহ! রহস্যমৃত্যু বিতর্কিত 'কমল ভাবী'র! দেহ পাওয়া গেল...

জানা যাচ্ছে, জেড প্লাস সিকিউরিটির মধ্যে দিয়ে স্মৃতি ইরানি অভিনয় করছেন। এই ধারাবাহিকের হাত ধরে চেনা চরিত্ররা ফিরছে নতুন রূপে, এই খবর সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই শুরু হয়েছে নানান জল্পনা। কখনও এই চরিত্রগুলোকে নিয়ে আলোচনা হচ্ছে তো, কখনও আলোচনা হচ্ছে তাঁদের পারিশ্রমিক নিয়ে। যাই হোক এই ছবিকে ঘিরে এখন দর্শক মহলে শুরু হয়েছে জোর আলোচনা।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.