Kabir Suman: সৃজিতের হাত ধরে পর্দায় 'নাগরিক কবিয়াল', 'কবীর' কি অনির্বাণ?

Srijit Mukherji | Kabir Suman Biopic | Anirban Bhattacharya: ২০১৪ সালে তাঁর প্রফেটকে ট্রিবিউট জানিয়ে সৃজিত বানিয়েছিলেন একটা গোটা ছবি। এবার তাঁর জীবনের এক বড় অধ্যায় বড়পর্দায় তুলে আনতে চলেছেন সৃজিত। এ যেন ঘুরে ফিরে জাতিস্মরেরই স্পিন অফ। আপত্তি নেই কবীরেরও। নিজের চরিত্রে দেখতে চান অনির্বাণ ভট্টাচার্যকে। 

সৌমিতা মুখার্জি | Updated By: Mar 17, 2025, 09:26 PM IST
Kabir Suman: সৃজিতের হাত ধরে পর্দায় 'নাগরিক কবিয়াল', 'কবীর' কি অনির্বাণ?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বহুদূর হেঁটে এসে তিনি বলেছিলেন, তোমাকে চাই। আর বাংলা গানের ঠিক সেই মুহূর্তেই যেন এসে দাঁড়িয়েছিল আধুনিকতার নতুন সংজ্ঞা। ১৯৯২ থেকে ২০২৫। একটা গান যেন নিজেই হয়ে উঠেছে ইতিহাস। ভাষাবিদ পবিত্র সরকার যে বলেন, সুমন বাংলা ভাষার সেবক, তা যথার্থ। কয়েক প্রজন্মের ভাষা, ভাবনার অভিমুখ যেন ঠিক করে দিয়েছিল সুমনের সেই আধুনিক উচ্চারণ- তোমাকে চাই। তারপর বহু গান। বহু কলামন্দির। গিটার হয়ে উঠল প্রেমের রাজধানী। বাঙালির সুমন চাটুজ্জে হলেন কবীর সুমন। বাঙালি নিজেও বদলে গেল স্মৃতি-সত্তায়। তবু হাজারও গ্রহণ-বর্জনের মধ্যেও বাঙালি যে সংগীত এবং যে আধুনিকতার কাছে পেল কাঙ্ক্ষিত মননের মধু, তা নিঃসন্দেহে তোমাকে চাই। সেই গানের ইতিহাস আসলে সুমনের জীবনের ইতিহাস, বাংলা ভাষা ও গানের ইতিহাসও। ইতিহাসের সেই পথচলা এবার সিনেমার পর্দায়, সৌজন্যে সৃজিত মুখোপাধ্যায়। 

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

'সুমনের গান, সুমনের ভাষ্য' এক সময় সকলেই মন দিয়ে পড়েছেন। যে কোনও আধুনিকতার নেপথ্যে থাকে হয়ে-ওঠার ইতিহাস। সুমন নিজেই বলেন, বাংলা সংগীতের দিকপালদের স্তন্য পান করেই তিনি কবীর সুমন হয়ে উঠেছেন। আবহমান থেকে আধুনিকের এই উত্তরণ সময়ের হাত ধরেই। যে সময় সুমনকে ভাবিয়েছে, পুড়িয়েছে। ঘরছাড়াও করেছে। সুর আর ভাষা নিয়ে তাঁর ভাবনা পৃথিবীর পথে পথে ঘুরেছে। অবশেষে দেখেছেন যেন বাংলার মুখ। 

বাঙালি পেল তোমাকে চাই। পঙক্তির আবডালে থেকে গেল ভাঙাচোরা দিনকাল, রাজনীতি, সঙ্গীতের সন্ধান, প্রেম, প্রেম ভাঙার যন্ত্রণা আর এই শহর কলকাতা। নাগরিক কবিয়াল কথায় কথায় সে গল্প করেন তাঁর অনুষ্ঠানে। তবে সেই কথা জুড়ে চিত্রনাট্য কেউ তৈরি করেননি। করার পরিকল্পনা নিলেন সৃজিত। জাতিস্মর গানটির ভিতর তিনি যেমন আবিষ্কার করেছিলেন আশ্চর্য এক গল্প। সিনেমার ভাষায় যাকে স্পিন অফ বলে, অনেকটা সেভাবেই যেন তোমাকে চাই-এর সুমনকেই এবার গল্পে রূপান্তরিত করছেন তিনি। 

আরও পড়ুন- Alka Yagnik on Osama Bin Laden : 'লাদেন যেরকমই হোক! ওর মধ্যে একটা শিল্পী ছিল..'

বাঙালির কাছে ছিল তোমাকে চাই। তাতে যেমন সুমনের গল্প মিশে, তেমন প্রতি বাঙালির নিজস্ব গল্পও। অতএব তোমাকে চাইয়ের মাত্রা প্রসারিত হতেই পারে। সিনেমাই হয়ে উঠতে পারে সে আদর্শ মাধ্যম। সৃজিত মুখোপাধ্যায় হাঁটলেন সে পথেই। বায়োপিক বা তথ্যচিত্র নয়। বলা যায়, গল্পের ভিতর নতুন গল্পের ঘর খোঁজা এই 'তোমাকে চাই'। সৃজিতের সৃজনে দর্শক নতুন করে পাবে চেনা 'তোমাকে চাই'। হয়তো অচেনার খোঁজও মিলবে। যাই হোক না কেন, বাঙালির প্রাপ্তির ভাঁড়ার শূন্য হবে না।

সোমবার আচমকাই এই নিয়ে কথা শুরু হলে কবীর সুমন জানান যে  অনেকদিন ধরেই এই ছবির পরিকল্পনা করছেন পরিচালক। তবে নতুন করে কোনও কথা হয়নি। তবে 'বড় ছেলে'র উপরেই আস্থা রেখেছেন কবীর। এবিষয়ে তাঁর কোনও আপত্তি নেই। 'তোমাকে চাই'কে কেন্দ্র করে তৈরি হবে ছবি, সে ছবিতে যে কবীর সুমনেরই গান থাকবে, তা আর বলার অপেক্ষা রাখে না। তবে প্রশ্ন উঠছে কাকে দেখা যাবে সুমনের চরিত্রে? সৃজিত কারোর নাম না নিলেও কবীর সুমন নিজের চরিত্রে পর্দায় দেখতে চান অনির্বাণ ভট্টাচার্যকে। 

আরও পড়ুন- Khakee Bengal Chapter: নেটফ্লিক্সে মহারাজের আবির্ভাব! ছিটকে গেলেন প্রসেনজিত্‍-জিত্‍...

যেখানে কুইনের ফ্রেডি মার্কারিকে নিয়ে তৈরি হয় বোহেমিয়ান ব়্যাপসোডি, বব ডিলানকে নিয়ে ছবি তৈরি হয় সেখানে কেন তৈরি হবে না বাংলা গানের কিংবদন্তি কবীর সুমনের গানযাপনের গল্প? কেন এত বায়োপিকের মাঝে জায়গা পায় না গীতিকার, সুরকার, গায়কদের জীবনের গল্প? উত্তর জানা নেই। তবে কবীর সুমনের বায়োপিক তৈরিতে খুশি বর্তমান প্রজন্মের জনপ্রিয় কবি-গীতিকার-সুরকার-গায়ক অনুপম রায়। অনুপম জি ২৪ ঘণ্টা ডিজিটালকে বলেন, 'আমি এই উদ্যোগকে সাধুবাদ জানাই। সৃজিতদাকে শুভেচ্ছা। কবীর সুমন একজন কিংবদন্তি গীতিকার ও সুরকার। ওঁর গান বাংলা গানকে যেভাবে সমৃদ্ধ করেছে, তা ব্য়তিক্রমী। আমরা ওঁকে দেখে বড় হয়েছি, ওঁর থেকে শিখেছি'।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.