দশমীর গানে গলা মেলালেন কোয়েল, ইন্দ্রনীল
শহরে শরৎ আসতে এখনও বাকি থাকলেও `দশমী`র গানে গলা মিলিয়েছেন টালিগঞ্জের জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা। কলকাতা ওই ছবির মিউজিক লঞ্চ হল শনিবার। ছবির নায়ক ইন্দ্রনীল সেনগুপ্ত, নায়িকা কোয়েল মল্লিক সহ অন্যান্যরা `দশমী` ছবির `এলোকেশী` বলে একটি গানে গলা মেলালেন।
শহরে শরৎ আসতে এখনও বাকি থাকলেও `দশমী`র গানে গলা মিলিয়েছেন টালিগঞ্জের জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা। কলকাতা ওই ছবির মিউজিক লঞ্চ হল শনিবার। ছবির নায়ক ইন্দ্রনীল সেনগুপ্ত, নায়িকা কোয়েল মল্লিক সহ অন্যান্যরা `দশমী` ছবির `এলোকেশী` বলে একটি গানে গলা মেলালেন।
`কাহানী` খ্যাত অভিনেতা ইন্দ্রানীল সেনগুপ্ত তার সহকর্মী কোয়েল এর প্রসংশায় পঞ্চমুখ। বললেন, কোয়েল তার থেকে অনেকটাই ভাল গেয়েছেন।
ছবিতে এক বিদেশ ফেরত মেয়ে অর্থাৎ কোয়েলের বিপরীতে তাকে মুখ্য ভুমিকায় দেখা যাবে। নিজেকে `বাথরুম সিংগার` বলে কোয়েল মিউজিক লঞ্চে বলেন "আমরা গানটা করার সময় খুব মজা করেছিলাম। আমি নিজে খুব ভাল গাই না তবে সবাই বলেছে অন্যদের তুলনায় আমি ভালই গেয়েছি।"
গানটির জনপ্রিয়তা পুজো অবধি থাকবে কিনা জিজ্ঞেস করলে ইন্দ্রানীল বলেন, পুজোর আগে জনপ্রিয়তা আরও বাড়বে। এইবার পুজোতে কলকাতাতেই থাকবেন। এটাই তাঁর কলকাতায় প্রথমবার পুজো।
পরিচালক সুমন মৈত্র এই গানটি নিয়ে অত্যন্ত উৎসাহিত হয়ে বলেন এই গানটি ছবির আদ্যন্ত বিনোদনের রসদ জুগিয়েছে। এই প্রথম কোনও বাংলাছবিতে অভিনেতাদের দিয়েই গান গাওয়ালো হল। ছবিতে আরও ছ`টি গানের মধ্যে দুটি গেয়েছেন শান ও রেখা ভরদ্বাজ।
ছবির আরেক অভিনেত্রী, উত্তর কলকাতার মেয়ে লকেট বলেন ছবির বেশিরভাগটাই যেহেতু উত্তর কলকাতাতে তাই অনেক পুরনো স্মৃতিই তার মনে পরে গিয়েছে তাঁর। প্রযোজক নমীত বাজোরিয়া কৃতিত্ব দিয়েছেন সঙ্গীত পরিচালক দেবার্পিত সাহাকে। প্রযোজকের দাবি, দেবার্পিত খুব সুন্দর ভাবে এই গানগুলির মাধ্যমে পুজোর আমেজ তুলে ধরতে পেরেছেন।