Lara Dutta: অনাবৃত শরীরে নোংরা আঙুলের দাপাদাপি, অসভ্যকে বেদম পেটালেন শাড়ি পরা মিস ইউনিভার্স...
Lara Dutta: লারা বলেন, `কেউ একজন আমার কোমরে চিমটি কাটে। আমি বুঝতে পারি কিছু একটা ঘটেছে। আমার আর্মি ট্রেইনিং রয়েছে। সম্ভবত এ কারণে লোকটিকে ভিড়ের মধ্য থেকে টেনে বের করি এবং লোকটি রাস্তায় পড়ে যায়। আমি শাড়ি পরেই লোকটিকে বেধড়ক মারধর করি।`
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী লারা দত্ত (Lara Dutta)। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী ভয়ংকর অভিজ্ঞতা শেয়ার করেন। অভিনেত্রীর প্রথম ছবি 'আন্দাজ'। তারই মিউজিক লঞ্চ ইভেন্টের সময় তাঁকে হয়রানি শিকার হতে হয়। সেই ইভেন্টে অক্ষয় কুমার, প্রিয়াঙ্কা চোপড়াও উপস্থিত ছিলেন।
ঘটনার বিবরণ দিতে গিয়ে অভিনেত্রী বলেন, 'আমি অনেক ইভ-টিজিংয়ের শিকার হয়েছি। অবশ্য, এসব নিয়ে কথাও বলেছি। আমার ডেবিউ ছবি ‘আন্দাজ’। সিনেমাটির মিউজিক লঞ্চিং উপলক্ষে দিল্লির চাঁদনি চকের রিদম হাউসে গিয়েছিলাম। এসময় আমার সঙ্গে ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া, অক্ষয় কুমার। সেদিন আমি শাড়ি পরেছিলাম। প্রচণ্ড ভিড় ছিল। কারণ একই সিনেমায় মিস ওয়ার্ল্ড, মিস ইউনিভার্সকে প্রথমবারের মতো দেখা যাবে। তা ছাড়াও রয়েছে অক্ষয় কুমার।'
আরও পড়ুন:Indrajeet Bose Marriage: চুপিসারে বিয়ে সারলেন টলিপাড়ার হার্টথ্রব! কার গলায় মালা দিলেন অভিনেতা?
তিনি আরও বলেন, 'কেউ একজন আমার কোমরে চিমটি কাটে। আমি বুঝতে পারি কিছু একটা ঘটেছে। আমার আর্মি ট্রেইনিং রয়েছে। সম্ভবত এ কারণে লোকটিকে ভিড়ের মধ্য থেকে টেনে বের করি এবং লোকটি রাস্তায় পড়ে যায়। আমি শাড়ি পরেই লোকটিকে বেধড়ক মারধর করি। এ দৃশ্য দেখে অক্ষয় চিন্তিত হয়ে পড়েন। আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে অক্ষয় বলেন, 'তুমি এটা কি করছো? এখন তুমি একজন অভিনেত্রী। তুমি এ ধরনের কাজ করতে পারো না।'
পেশাগত কারণ ছাড়াও ব্যক্তিগত জীবন নিয়ে বহুবার খবরের শিরোনামে এসেছেন লারা। প্রথমে কেলি দোরজি, তারপরে ডিনো মোরিয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে খবরে এসেছেন লারা দত্ত। তবে এখন তিনি টেনিস তারকা মহেশ ভূপতির স্ত্রী। বিয়ে করে সংসারী হলেও অভিনয়কে বিদায় জানাননি লারা। সম্প্রতি তাঁকে জিও সিনেমায় 'রণনীতি'তে দেখা গিয়েছে। এছাড়াও লারাকে নীতেশ তিওয়ারির 'রামায়ণ' ছবিতে দেখা যাবে। অভিনেত্রী 'ওয়েলকাম টু দ্য জঙ্গল'-ও রয়েছেন, যেখানে তাঁকে অক্ষয় কুমারের সঙ্গে ফের দেখা যাবে।
কিছুদিন আগেই এক বক্তৃতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, কংগ্রেস ধর্মের ভিত্তিতে মুসলমানদের সংরক্ষণের চেষ্টা করেছে। তিনি আবার এও উল্লেখ করেছেন যে এই দল নির্দিষ্ট কিছু লোকেদের কাছে বিতরণ করার জন্য জনসম্পদ দখল করার একটি বিশাল ষড়যন্ত্র করেছে। এই কথা শুনে লারা দত্ত তাঁর বক্তব্যের প্রতিক্রিয়া দেন। প্রধানমন্ত্রী তাঁর দৃঢ় সংকল্পে অটল থাকার জন্য তাঁর তুমুল প্রশংসা করেন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)