Mukul Dev Death: 'নেশায় ডুবে থাকত, একমাত্র মেয়েও চলে গেছে...', অবসাদেই অকাল প্রয়াণ মুকুলের!
Mukul Dev Suffering from Depression: মাত্র ৫৪ বছর বয়সেই প্রয়াত হলেন অভিনেতা মুকুল দেব। কী কারণে এত কম বয়সেই প্রয়াত হলেন অভিনেতা, তা নিয়ে হাজারও প্রশ্ন। এরই মাঝে বিস্ফোরক দাবি তুললেন অভিনেতার কাছের বন্ধু।


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শনিবার সকালে দুঃসংবাদ। আচমকাই প্রয়াত অভিনেতা মুকুল দেব (Mukul Dev)। জানা যাচ্ছে, শুক্রবার দিল্লিতে মৃত্যু হয়েছে অভিনেতার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৫৪ বছর। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এবং আইসিইউ-তে ভর্তি ছিলেন। জানা যায়, গত ৮-১০ দিনে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। মুকুলের মৃত্যুর খবরে বলিউড (Bollywood) ও টেলিভিশন ইন্ডাস্ট্রিতে (Tv Actor) শোকের ছায়া নেমে এসেছে। কিন্তু কী কারণে মৃত্যু হল অভিনেতার?
আরও পড়ুন- Mukul Dev Death: মাত্র ৫৪ বছরেই সব শেষ! প্রয়াত অভিনেতা মুকুল দেব, শোকস্তব্ধ সিনেদুনিয়া...
মুকুল দেবের কাছের বন্ধু বিন্দু দারা সিং (Vindu Dara Singh)। তিনি সংবাদমাধ্যমে জানান, "ও খুব মোটা হয়ে গিয়েছিল এবং একাকীত্বের সঙ্গে লড়াই করছিল। একাকীত্ব থেকেই প্রচুর মদ্যপান করত, গুটখা খেত। ওর একটি মেয়ে আছে, কিন্তু সেও ওর সঙ্গে থাকত না। ‘সন অফ সর্দার’-এর মাধ্যমে কামব্যাক করতে যাচ্ছিল, কিন্তু দুঃখজনক ব্যাপার হলো, ও সেটা আর দেখে যেতে পারল না। এটা খুবই মর্মান্তিক খবর।” সোশ্যাল মিডিয়ায় শোকে কাতর অভিনেতা মনোজ বাজপেয়ী (Manoj Bajpayee) লেখেন, 'বড় তাড়াতাড়ি চলে গেল, ও আমার ভাইয়ের মতো। ভাবতেও পারছি না'।
যদিও মৃত্যুর কারণ নিয়ে এখনও কিছু জানানো হয়নি পরিবারের তরফে। শনিবার মুকুল দেবের ভাই রাহুল দেব (Rahul Dev) লেখেন, 'গত রাতে নয়াদিল্লিতে আমার ভাই শান্তিতে প্রয়াত হয়েছেন। মুকুলকে আমাদের দুই ভাই বোন রশমি দেব ও রাহুল দেবের খুব মনে পড়বে। মুকুলের ভাইপো সিদ্ধান্ত দেবও ওঁকে মনে করবে। দয়া করে বিকেল পাঁচটায় ওঁর শেষকৃত্যে যোগ দিন'।
মুকুল দেব বলিউডে নিজের সফর শুরু করেন ১৯৯৬ সালে ‘দস্তক’ সিনেমা দিয়ে, সেই ছবিতে সুস্মিতা সেনের সঙ্গে জুটি বেঁধেছিলেন তিনি। এরপর তিনি ‘কিলা’, ‘বজুদ’, ‘কোহারাম’, ‘ইয়ামলা পাগলা দিওয়ানা’, ‘সন অফ সরদার’, ‘আর… রাজকুমার’ এবং ‘জয় হো’-এর মতো অনেক সিনেমায় অভিনয় করেছেন। তিনি শুধু হিন্দি নয়, বাংলা ছবিতেও অভিনয় করেছেন তিনি। জিতের ছবিতে অভিনয় করেছেন মুকুল। এছাড়াও পঞ্জাবি, মালয়ালম, কন্নড় এবং তেলেগু ভাষার সিনেমাতেও কাজ করেছেন। অনেক জনপ্রিয় টিভি শো ‘মুমকিন’, ‘কহানি ঘর ঘর কি’, ‘ফিয়ার ফ্যাক্টর ইন্ডিয়া’ অভিনয় করেছেন মুকুল। অভিনয়ের পাশাপাশি তিনি ছিলেন একজন প্রশিক্ষিত পাইলট, যিনি ইন্দিরা গান্ধী ন্যাশনাল ফ্লাইং অ্যাকাডেমি থেকে প্রশিক্ষণ নিয়েছিলেন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)