Orry: 'ওরি' বাবা! বৈষ্ণোদেবীর চাতালে মদ্যপান, লকআপে ঢুকলেন সেলেব...

Orry: বলি তারকাদের অত্যন্ত কাছের মানুষ ওরি বিরুদ্ধে মামলা! ঘটনায় হুলুস্থুলুস পড়ে গেছে নেটপাড়ায়। বৈষ্ণোদেবী মন্দিরে ওরি তাঁর কাছের বন্ধুদের সঙ্গে করলেন মদ্যপান আর তারপরই...

Updated By: Mar 17, 2025, 03:38 PM IST
Orry: 'ওরি' বাবা! বৈষ্ণোদেবীর চাতালে মদ্যপান, লকআপে ঢুকলেন সেলেব...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বর্তমানে নেটাপাড়ার অত্যন্ত জনপ্রিয় মুখ ওরি ওরফে ওরহান অবাত্রমণি। তার ওপর তাঁর বিরুদ্ধে জম্মু ও কাশ্মীর পুলিস মামলা করেছে, তাই তিনি এখন খবরের শিরনামে। তিনি বলি তারকাদের অত্যন্ত কাছের মানুষ। বলি তারকাদের যেকোনও উৎসবে তাঁকে দেখা যাবে না এমন কথা ভাবাও যায় না। এমনই একজন অত্যন্ত জনপ্রিয় মানুষকে আটক করল জম্মু-কাশ্মীর পুলিস।

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

কী কারণে তাঁর বিরুদ্ধে পুলিস মামলা করল তাই এমন চর্চার কেন্দ্রে এবং ওরি এখন চর্চার কেন্দ্রে। জানা যাচ্ছে, বৈষ্ণোদেবী মন্দির সংলগ্ন এলাকায় মদ্যপানের অভিযোগ রয়েছে ওরি-সহ তাঁর সাত বন্ধুর বিরুদ্ধে। 

ওরি তাঁর সাতজন বন্ধুকে নিয়ে গিয়েছিলেন কাটরায়। সেখানকারই কটেজ স্যুট এলাকায় তাঁরা মদ্যপান করেছিলেন। জায়গাটিকে সবাই অত্যন্ত পবিত্র স্থান বলে মনে করেন। সেখানে আমিষ খাবার ও মদ্যপানের ওপরে কড়াকড়িভাবে নিষেধাজ্ঞা  রয়েছে। সেই নিষেধাজ্ঞাই অমান্য করেছেন ওরি। এই কারণেই কাটরার থানায় তাঁর বিরুদ্ধে তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। 

আরও পড়ুন- AR Rahman hospitalised: আচমকাই বুকে ব্যথা! তড়িঘড়ি হাসপাতালে ভর্তি এ আর রহমান...

ওরি-সহ তাঁরই সাত বন্ধু দর্শন সিংহ, পার্থ রায়না, ঋত্বিক সিংহ, রাশি দত্ত, রক্ষিতা ভোগল, শাগুন কোহলি এবং রুশ নাগরিক আরজামাস্কিনাকে অভিযুক্ত হিসাবে চিহ্নিত করা হয়েছে। তাঁদের সকলের বিরুদ্ধেই জেলা ম্যাজিস্ট্রেটের আদেশ লঙ্ঘন এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার কারণে অভিযোগ দায়ের করা হয়েছে।

আরও পড়ুন- Jisshu Sengupta Birthday: 'কাঁটার মুকুট আগেও পরেছিস, কারও গল্পে না হয় ভিলেন!', যীশুর জন্মদিনে খোলা চিঠি দিদির...

রিয়াসি পুলিস আধিকারিকের সূত্রের খবর, এসপি কাটরা, ডেপুটি এসপি কাটরা এবং এসএইচও কাটরার তত্ত্বাবধানে একটি বিশেষ দল গঠন করা হয়েছে। জানা যাচ্ছে ওরি-সহ বাকি সাতজনকেই নোটিস পাঠানো হবে। তাঁদের তদন্তে সহযোগিতা করতে বলা হয়েছে। এসএসপি রিয়াসি বলেছেন, 'ধর্মীয় স্থানে মদ্যপান বা মাদক সেবনের মতো ঘটনায় কেউ লিপ্ত হলে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।' রিয়াসি পুলিসের আর এক আধিকারিকের দাবি, 'বিষয়টি তদন্তের জন্য এসপি কাটরা, ডেপুটি এসপি কাটরা এবং এসএইচও কাটরার তত্ত্বাবধানে ইতিমধ্যে একটি বিশেষ দল গঠন করা হয়েছে। ওরি-সহ সকল অভিযুক্তকে নোটিশ পাঠানো হয়েছে, সেই নোটিশে তাঁদের সহযোগিতার নির্দেশ দেওয়া হয়েছে।'

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.